'ইউসুফ জোলেখা' কী জাতীয় রচনা?

ক) নাটক
খ) উপন্যাস
গ) রোমান্টিক প্রণয়কাব্য
ঘ) রম্য রচনা
বিস্তারিত ব্যাখ্যা:
'ইউসুফ জোলেখা' একটি ধর্মভিত্তিক রোমান্টিক কাহিনি হলেও এর মূল কাঠামো প্রণয়মূলক তাই এটি রোমান্টিক প্রণয়কাব্য হিসেবে পরিচিত। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কাব্য।

Related Questions

ক) তিনি সুলতানি আমলের কবি
খ) তিনি দরবেশ-বংশ জাত
গ) তিনি রাজকর্মচারী ছিলেন
ঘ) তিনি পারস্যের অধিবাসী ছিলেন
Note : মধ্যযুগে 'শাহ' উপাধি সাধারণত দরবেশ পীর বা সম্মানিত বংশজাত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এটি রাজকর্মচারী হওয়ার চেয়ে বংশমর্যাদার ইঙ্গিত দেয়।
ক) ঈশ্বর গুপ্ত
খ) শাহ মুহম্মদ সগীর
গ) সৈয়দ হামজা
ঘ) জয়নুদ্দিন
Note : শাহ মুহম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের (১৩৮৯-১৪১০) রাজকর্মচারী বা সভাকবি ছিলেন। তার কাব্য ইউসুফ জোলেখা সুলতানের পৃষ্ঠপোষণায় রচিত।
ক) মুহম্মদ কবির
খ) সাবিরিদ খান
গ) শেখ ফয়জুল্লাহ
ঘ) শাহ মুহম্মদ সগীর
Note : শাহ মুহম্মদ সগীরকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার বিখ্যাত কাব্য ইউসুফ জোলেখা যা মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
ক) দৌলত কাজী
খ) দৌলত উজির বাহরাম খান
গ) মুহম্মদ কবির
ঘ) শাহ মুহম্মদ সগীর
Note : শাহ মুহম্মদ সগীর প্রায় ১৪শ শতকের শেষভাগে 'ইউসুফ জোলেখা' কাব্য রচনা করেন এবং তাঁকে এই ধারার প্রথম কবি ধরা হয়। দৌলত কাজীর সময়কাল এর পরের।
ক) পদ্মাবতী
খ) চন্দ্রাবতী
গ) ইউসুফ জোলেখা
ঘ) লায়লী-মজনু
Note : শাহ মুহম্মদ সগীর রচিত ইউসুফ জোলেখা মুসলমান কবি কর্তৃক রচিত প্রাচীনতম বাংলা কাব্য। এর রচনাকাল আনুমানিক ১৪শ শতকের শেষভাগ।
ক) লায়লী-মজনু
খ) ইউসুফ জোলেখা
গ) চন্দ্রাবতী
ঘ) পদ্মাবতী
Note : শাহ মুহম্মদ সগীর রচিত 'ইউসুফ জোলেখা' কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রণয়োপাখ্যান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান চরিত্র নবী ইউসুফ ও জোলেখা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন