কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান?
ক) পদ্মাবতী
খ) বিদ্যাসাগর
গ) পদ্মিনী উপাখ্যান
ঘ) জয়চন্দ্র চক্রবর্তী
Related Questions
ক) মালুয়া
খ) মহুয়া
গ) দেওয়ানা মদিনা
ঘ) কাজল রেখা
Note : 'নদের চাঁদ' মহুয়া পালাগানের প্রধান পুরুষ চরিত্র। মালুয়া পালার প্রধান চরিত্র চাঁদ বিনোদ ও মালুয়া এবং দেওয়ানা মদিনা পালার প্রধান চরিত্র মদিনা ও দেওয়ান সোনাফরের।
ক) মনসুর বয়াতি
খ) দ্বিজ কানাই
গ) ময়মনসিংহের গীতিকবিতা
ঘ) দ্বিজ ঈশান
Note : দ্বিজ কানাই মহুয়া পালার রচয়িতা আর মনসুর বয়াতি 'দেওয়ানা মদিনা' পালার রচয়িতা। পালাগানগুলি সাধারণত একজন গীতিকার দ্বারা রচিত হতো।
ক) বাউল গান
খ) মৈমনসিংহ গীতিকা
গ) মনসুর গীতিকবিতা
ঘ) পুথি
Note : মহুয়া' একটি বিখ্যাত পালাগান যা দীনেশচন্দ্র সেন সম্পাদিত 'মৈমনসিংহ গীতিকা' সংকলনের অন্তর্গত। এটি বাংলা লোকসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।
ক) দক্ষিণারঞ্জন মিত্র
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) অক্ষয়কুমার সেনগুপ্ত
ঘ) দীনেশচন্দ্র সেন
Note : দীনেশচন্দ্র সেন এই লোকগাথা সংগ্রহ ও সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এটি প্রকাশ করেন।
ক) দক্ষিণারঞ্জন মিত্র
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) অক্ষয়কুমার সেনগুপ্ত
ঘ) দীনেশচন্দ্র সেন
Note : দীনেশচন্দ্র সেন এই গীতিকাটি সম্পাদনা করে প্রকাশ করেন এবং এর জনপ্রিয়তার প্রধান কাণ্ডারি ছিলেন। দক্ষিণারঞ্জন মিত্র 'ঠাকুরমার ঝুলি'র সঙ্গে সম্পর্কিত।
জব সলুশন