লোকসাহিত্য কাকে বলে?
ক) গ্রামীণ নর-নারীর প্রণয়ে সংবলিত উপাখ্যানকে
খ) লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি গান ছড়া ইত্যাদিয়কে
ঘ) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
বিস্তারিত ব্যাখ্যা:
লোকসাহিত্য মূলত লোকসমাজে মুখে মুখে প্রচলিত বংশপরম্পরায় আগত কাহিনি গান ছড়া প্রবাদ ধাঁধা ইত্যাদির সমষ্টি। এই সাহিত্য সুনির্দিষ্টভাবে কোনো একক ব্যক্তির সৃষ্টি নয় এটি সমষ্টিগত সৃষ্টি।
Related Questions
ক) রূপকথা
খ) উপকথা
গ) রূপককথা
ঘ) পালা
Note : পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্যকে উপকথা বা ফেবল বলে যেখানে নীতিকথা বা নৈতিক শিক্ষা থাকে। রূপকথা হলো রাজা রাজপুত্র ও জাদু সম্পর্কিত কাহিনী।
ক) রূপকথা
খ) ছোটগল্প
গ) গ্রাম্যগীতিকা
ঘ) রূপকথা-উপকথা
Note : এটি মূলত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত রূপকথা বা রূপকথামূলক গল্পের সংকলন।
ক) সুকুমার রায়
খ) লালবিহারী দে
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
Note : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলি সংকলন করেন যা বাংলা রূপকথা সংকলনের একটি উল্লেখযোগ্য গ্রন্থ।
ক) এক প্রকার সাহিত্য
খ) কবিগান জাতীয় লোকসংগীত
গ) প্রার্থনা সংগীত বিশেষ
ঘ) পাঁচালীর পরিবর্তিত রূপ
Note : তরজা হলো একপ্রকার লোকসংগীত যেখানে দ্রুত লয়ে তর্ক বিতর্ক বা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গান পরিবেশন করা হয় যা কবিগান জাতীয় সংগীতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ক) ধাধাঁ
খ) ধাধা
গ) ধাঁধাঁ
ঘ) ধাঁধা
Note : দ্বি-মাত্রিক ধ্বনি বোঝাতে প্রথমটিতে চন্দ্রবিন্দু ও দ্বিতীয়টিতে আকার দিলে সঠিক বানান হয় ধাঁধা।
ক) প্রবাদের
খ) ছড়ার
গ) ধাঁধার
ঘ) উপকথার
Note : প্রশ্নটি লোকসাহিত্যের রূপ চিহ্নিত করতে চাইছে। এটি একটি সাংকেতিক বর্ণনা যার উত্তর খুঁজে বের করতে হয় যা ধাঁধার প্রধান বৈশিষ্ট্য। এর উত্তর হলো ব্যাঙের ছাতা বা মাশরুম।
জব সলুশন