লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক) ধাঁধা
খ) ছড়া
গ) প্রবাদ
ঘ) গাথা কাহিনি
Related Questions
ক) কবিতা গান
খ) ছড়া গান ধাঁধা প্রবাদ-প্রবচন
গ) উপন্যাস নাটক
ঘ) প্রাচীন চিত্রকলা
Note : লোকসাহিত্য হলো লোকসমাজে প্রচলিত মৌখিক ঐতিহ্য যার মধ্যে ছড়া গান ধাঁধা প্রবাদ প্রবচন লোককাহিনি গীতিকা ইত্যাদি অন্তর্ভুক্ত।
ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ) প্রফেসর মযহারুল ইসলাম
গ) জসীমউদ্দীন
ঘ) মুহম্মদ মনসুর উদ্দীন
Note : অধ্যাপক মযহারুল ইসলাম বাংলাদেশের একজন প্রধান লোকসাহিত্যিক ও ফোকলোর গবেষক যিনি আন্তর্জাতিক অঙ্গনে লোকসাহিত্য গবেষণায় উল্লেখযোগ্য খ্যাতি অর্জন করেছেন।
ক) পুঁথি আলাওল
খ) প্রাচীন লোকগীতি মুহম্মদ মনসুরউদ্দীন
গ) উচ্চাঙ্গ সঙ্গীত ওস্তাদ আয়ত আলী
ঘ) প্রাচীন সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Note : 'হারামণি' হলো বাংলা তথা বাংলাদেশের প্রাচীন লোকগীতি বিশেষ করে লোকসংগীতের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ। এর সংগ্রাহক হলেন বিখ্যাত লোকসাহিত্য গবেষক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন।
ক) শুদ্ধ জীবনযাপন রীতি
খ) সামাজিক কুসংস্কার
গ) রাষ্ট্র পরিচালনা নীতি
ঘ) লৌকিক প্রহসন নীতি
Note : খনার বচন শুধু কৃষিকাজের পরামর্শ দেয় না এর পাশাপাশি এটি নৈতিক উপদেশ খাদ্য অভ্যাস স্বাস্থ্য পরিচর্যা এবং সাধারণভাবে একটি সুশৃঙ্খল ও শুদ্ধ জীবনযাপন পদ্ধতির নির্দেশনা দেয়।
ক) কৃষি
খ) শিল্প
গ) সাহিত্য
ঘ) বিজ্ঞান
Note : খনার বচনের মূল বিষয়বস্তু হলো কৃষি কাজ ফসল ফলানো আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি নিয়ে লোকায়ত জ্ঞান। এই বচনগুলি মূলত কৃষিকেন্দ্রিক উপদেশ।
ক) লোক সাহিত্য
খ) ডাক ও খনার বচন
গ) পুঁথিসাহিত্য
ঘ) ব্রতকথা
Note : মধ্যযুগে ডাকের বচন এবং খনার বচন মূলত কৃষি আবহাওয়া পশুপালন ও গ্রামীণ জীবনযাপন নিয়ে উপদেশমূলক রচনা হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে খনার বচনে কৃষিবিষয়ক জ্ঞান ও পরামর্শ প্রাধান্য পেয়েছে যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী।
জব সলুশন