মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
ক) মনসামঙ্গল
খ) মনসাবিজয়
গ) পদ্মপুরাণ
ঘ) পদ্মাবতী
বিস্তারিত ব্যাখ্যা:
- বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার প্রাচীনতম কাব্য 'মনসামঙ্গল' ।
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল।
- 'মনসামঙ্গল' কাব্যের অপর নাম 'পদ্মাপুরাণ' ।
- মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত;
- শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় - দ্বিজ বংশীদাশকে।
- এই কাব্যের চরিত্রঃ বেহুলা, দেবী মনসা, লক্ষীন্দর, চাঁদ সওদাগর প্রমুখ।
Related Questions
ক) লখিন্দর দেবী
খ) পদ্মাৰতী দেবী
গ) মনসা দেবী
ঘ) চণ্ডীদাস
ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ
জব সলুশন