একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?

ক) ৪ টাকা
খ) ৬ টাকা
গ) ৭ টাকা
ঘ) ৮ টাকা
বিস্তারিত ব্যাখ্যা:
বই তৈরির ব্যয় ২৪ টাকা যা মোট ব্যয়ের ৮০%। সুতরাং মোট ব্যয় হলো ২৪ / ০.৮০ = ৩০ টাকা। সরকার ভর্তুকি দেয় ৩০ - ২৪ = ৬ টাকা।

Related Questions

ক) 7
খ) 5
গ) 15
ঘ) 10
Note : সর্বাধিক কতজন শিশুর মধ্যে ফল ভাগ করে দেওয়া যাবে তা জানতে হলে ১১৫ এবং ১৩৫ এর গ.সা.গু বের করতে হবে যা হলো ৫।
ক) 230
খ) 240
গ) 220
ঘ) 250
Note : মোট অনুপাত হলো ৩+৪+৮=১৫। 'ক' এর লভ্যাংশ হবে মোট লভ্যাংশের (১২০০ টাকা) ১৫ ভাগের ৩ ভাগ অর্থাৎ ১২০০ * (৩/১৫) = ২৪০ টাকা।
ক) ৬টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৭টি
Note : ১৫টি ছাগলের মূল্যে ৩টি গরু পাওয়া গেলে ২০টি ছাগলের মূল্যে (৩/১৫)*২০ = ৪টি গরু পাওয়া যাবে।
ক) 20
খ) 30
গ) 25
ঘ) 35
Note : ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫ এবং ৭। এদের গুণফল হলো ৫ * ৭ = ৩৫।
ক) ২০ টাকা
খ) ৪০ টাকা
গ) ২৫ টাকা
ঘ) ৩০ টাকা
Note : যেহেতু ৫ টাকা ক্ষতি হয়েছে তাই ক্রয়মূল্য হবে বিক্রয়মূল্য (২০ টাকা) এবং ক্ষতির পরিমাণ (৫ টাকা) এর যোগফল অর্থাৎ ২৫ টাকা।
ক) 325
খ) 345
গ) 375
ঘ) 360
Note : সুদের পরিমাণ হলো (আসল * সুদের হার * সময়) / ১০০ = (৩০০ * ৫ * ৫) / ১০০ = ৭৫ টাকা। সুদাসল হবে আসল + সুদ = ৩০০ + ৭৫ = ৩৭৫ টাকা।

জব সলুশন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন