নিচের কোনটি উইলিয়াম শেক্সপীয়রের গ্রন্থের অনুবাদ?
ক) প্রভাবতী সম্ভাষণ
খ) শকুন্তলা
গ) ভ্রান্তিবিলাস
ঘ) সীতার বনবাস
বিস্তারিত ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' উইলিয়াম শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' নাটকের একটি বাংলা গদ্য অনুবাদ।
Related Questions
ক) মার্চেন্ট অব ভেনিস
খ) অ্যা মিডসামার নাইটস ড্রিম
গ) টেমিং অব দ্যা শ্রু
ঘ) কমেডি অব এররস
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত কমেডি 'কমেডি অফ এররস' নাটকের বাংলা গদ্য রূপ।
ক) ভ্রান্তিবিলাস
খ) সংস্কৃত সাহিত্যের ইতিহাস
গ) প্রভাবতী সম্ভাষণ
ঘ) বেতালপঞ্চবিংশতি
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) বাংলা গদ্য সাহিত্যের প্রথম সার্থক গ্রন্থ হিসেবে বিবেচিত এবং এর মাধ্যমেই বাংলা গদ্যের আধুনিক যুগের সূচনা হয়।
ক) প্রেসিডেন্সি কলেজ
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) বিদ্যাসাগর কলেজ
ঘ) সংস্কৃত কলেজ
Note : ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করেছিল ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে অসাধারণ পাণ্ডিত্য ও জ্ঞান অর্জনের স্বীকৃতিস্বরূপ 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন।
ক) 1851
খ) 1847
গ) 1839
ঘ) 1841
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করা হয় ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে তার অসাধারণ পাণ্ডিত্য ও জ্ঞানের স্বীকৃতিস্বরূপ এই সম্মানসূচক উপাধি লাভ করেন।
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) ঈশ্বর শর্মা
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত পারিবারিক নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 'বিদ্যাসাগর' ছিল সংস্কৃত কলেজ কর্তৃক তাকে প্রদান করা একটি সম্মানসূচক উপাধি।
ক) ১৪ শতক
খ) ১৫ শতক
গ) ১৭ শতক
ঘ) ১৯ শতক
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন ।
জব সলুশন