একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে ১১০২.৫০ টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

ক) ২০ ও ৮
খ) ২২ ও ৬
গ) ২১ ও ৮
ঘ) ২১ ও ৭
বিস্তারিত ব্যাখ্যা:
ঘরের ক্ষেত্রফল = মোট খরচ / প্রতি বর্গমিটারে খরচ = ১১০২.৫০ / ৭.৫০ = ১৪৭ বর্গমিটার। ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য 3x মিটার। ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ => 3x × x = ১৪৭ => 3x² = ১৪৭ => x² = ৪৯ => x = ৭। সুতরাং, প্রস্থ ৭ মিটার এবং দৈর্ঘ্য ৩ × ৭ = ২১ মিটার।

Related Questions

ক) 171
খ) 71
গ) 20
ঘ) 2
Note : ৫৬০৫ এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। √৫৬০৫ ≈ ৭৪.৮৬। ৭৫ এর বর্গ ৫৬২৫। ৫৬০৫ এর সাথে ৫৬২৫ - ৫৬০৫ = ২০ যোগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
ক) 0.12
খ) √72
গ) √49
ঘ) √২৫
ক) ৯০ টাকা
খ) ১৮০ টাকা
গ) ২৪০ টাকা
ঘ) ৩০০ টাকা
Note : মুনাফার হার কমেছে (১০-৮) = ২ টাকা। সুতরাং ৩০০০ হাজার টাকার উপর ২% হারে ৩ বছরের মুনাফা কম হবে: (৩০০০ × ২ × ৩) / ১০০ = ১৮০ টাকা।
ক) Boquet
খ) Bouquet
গ) Bouquette
ঘ) Bouquete
Note : Bouquet' (ফুলের তোড়া) শব্দটির সঠিক বানান হলো B-O-U-Q-U-E-T।
ক) impossible
খ) with all effort
গ) heavy stone
ঘ) try every possible means
Note : "Leave no stone unturned" বাগধারাটির অর্থ হলো কোনো চেষ্টা বাকি না রাখা বা সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করা।
ক) of
খ) along
গ) in
ঘ) by
Note : রাস্তা ধরে বা পাশ দিয়ে যাওয়া বোঝাতে 'along' preposition ব্যবহৃত হয়।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন