'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Related Questions
ক) পত্রকাব্য
খ) খণ্ড কবিতার সংকলন
গ) কাহিনীকাব্য
ঘ) মহাকাব্য
ক) ব্রজাঙ্গনা কাব্য
খ) তিলোত্তমাসম্ভব কাব্য
গ) বীরাঙ্গনা কাব্য
ঘ) মেঘনাদবধ কাব্য
ক) দ্বিতীয়
খ) চতুর্থ
গ) ষষ্ঠ
ঘ) অষ্টম
Note :
সঠিক উত্তরটি হলো ষষ্ঠ।
বিশদ ব্যাখ্যা:
'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য'র ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। এই সর্গটির নাম 'বধ' (Badh/Killing)। এই সর্গে লক্ষ্মণ কর্তৃক নিরস্ত্র মেঘনাদকে নিকুম্ভিলা যজ্ঞাগারে বধ করার কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে মেঘনাদ ও তার চাচা বিভীষণের মধ্যে যে কথোপকথন হয়, সেটিই পাঠ্যবইয়ে 'বিভীষণের প্রতি মেঘনাদ' নামে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জব সলুশন