ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ এবং ২৬ ভাগশেষ থাকবে?
ক) 144
খ) 134
গ) 154
ঘ) 164
বিস্তারিত ব্যাখ্যা:
১৬-৬=১০ ২৪-১৪=১০ এবং ৩৬-২৬=১০। সুতরাং নির্ণেয় সংখ্যাটি ১৬ ২৪ ও ৩৬ এর লসাগু থেকে ১০ কম হবে। ১৬ ২৪ ৩৬ এর লসাগু ১৪৪। অতএব সংখ্যাটি ১৪৪-১০ = ১৩৪।
Related Questions
ক) ৪%
খ) ৬%
গ) ৫%
ঘ) ৫.৫০%
Note :
৩০০ টাকার ৪ বছরের সুদ ১২০০ টাকার ১ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ ২৫০০ টাকার ১ বছরের সুদ। মোট সুদ ৩৭০০ টাকার ১ বছরের সুদ ২২২ টাকা। তাই সুদের হার (২২২/৩৭০০)×১০০ = ৬%।
ক) 30
খ) 20
গ) 25
ঘ) 15
Note : এটি গণিত বিষয়ক প্রশ্ন। সংখ্যাটি x হলে ৪x+১০ = ৫x-৫। এই সমীকরণ সমাধান করলে x এর মান ১৫ হবে।
একটি দ্রব্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?
ক) 200
খ) 350
গ) 300
ঘ) 250
Note : ১০০০ টাকায় ১৫% লাভে বিক্রয়মূল্য হয় ১১৫০ টাকা। ক্রয়মূল্য ১০% কম হলে হয় ৯০০ টাকা। লাভ = ১১৫০-৯০০ = ২৫০ টাকা।
ক) 32
খ) 56
গ) 36
ঘ) 60
Note : ৪x+৪ এবং ৭x+৪ এর অনুপাত ৩: ৫ হলে x এর মান হয় ৮। তাই ছোট সংখ্যা ৪x = ৪×৮ = ৩২।
ক) কর্মকারকে তৃতীয়া।
খ) অপাদান কারকে শূন্য।
গ) অপাদান কারকে সপ্তমী।
ঘ) অধিকরণ কারকে সপ্ত
Note : পাপে বিরত হও' বাক্যে 'পাপে' অপাদান কারকে সপ্তমী বিভক্তি কারণ এটি বিচ্যুতি বা বিরত থাকা বোঝাচ্ছে। কর্মকারক ক্রিয়ার বিষয় এবং অধিকরণ কারক স্থান কাল নির্দেশ করে।
ক) চাতুর্য
খ) চালাকি
গ) চতুরতা
ঘ) চাতুরী
Note : 'চালাক' বিশেষণ পদের বিশেষ্য রূপ হলো 'চালাকি'। 'চাতুর্য' ও 'চাতুরী' অর্থ একই হলেও 'চালাক' এর সরাসরি বিশেষ্য 'চালাকি' অধিক প্রচলিত।
জব সলুশন