তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছিল?

ক) ঢাকায়
খ) নারায়ণগঞ্জে
গ) লাহোরে
ঘ) করাচীতে
বিস্তারিত ব্যাখ্যা:

তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় - দফা দাবি পেশ করেন।

ঐ সম্মেলন লাহোরে হয়েছিল।

ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।

Related Questions

ক) ৯ জন
খ) ৭ জন
গ) ৮ জন
ঘ) ১০ জন
Note :

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:

বীরশ্রেষ্ঠ - ৭ জন

বীর উত্তম - ৬৮ জন

বীর বিক্রম - ১৭৫ জন

বীর প্রতীক - ৪২৬ জন

ক) তিন নম্বর সেক্টর
খ) দুই নম্বর সেক্টর
গ) চার নম্বর সেক্টর
ঘ) এক নম্বর সেক্টর
Note :

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)

ক) আগারগাঁওয়ে
খ) ধানমণ্ডি
গ) মগবাজার
ঘ) বনানী
Note :

মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত ।

মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত । এই জাদুঘর বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারকচিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে । ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকাস্থ সেগুনবাগিচার একটি পুরনো দ্বিতল বাড়িতে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর । প্রতিষ্ঠার ২১ বছর পর ১৬ এপ্রিল ২০১৭ জাদুঘরটি আগারগাঁওয়ের নিজস্ব ভবনে নিয়ে যাওয়া হয় ।

ক) a soldier
খ) a thirsty man
গ) avaluable employee
ঘ) a highly paid worker
Note :

If a man is, 'worth his salt.' he is - - - a highly paid worker.

ক) Salt
খ) Salary
গ) Soldiers
ঘ) the Salt Road
Note :

Salarium is a Latin word that means - - - Salary.

ক) Rome
খ) Tiber
গ) Ostia
ঘ) Salaria
Note :

According to the passage, salt flats were located in - - - Ostia.

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন