'How do you do?' is -
ক) an inquiry about somebody's health.
খ) merely a formal greeting.
গ) a formal question when one meets one's friend.
ঘ) used to know the profession of a person.
বিস্তারিত ব্যাখ্যা:
How do you do?" এই অভিব্যক্তিটির সঠিক অর্থ ও ব্যবহার। "How do you do?" কোনো প্রশ্ন নয় যার উত্তরের প্রয়োজন, বরং এটি একটি অত্যন্ত আনুষ্ঠানিক অভিবাদন। এর উত্তরে সাধারণত "How do you do?" বলাই প্রচলিত।
Related Questions
ক) when we meet someone at night
খ) when we meet someone in the eveing
গ) when we take leave of someone at night
ঘ) when we take leave of someone in the dark
Note : Good night" কখন ব্যবহার করা হয় তার সঠিক প্রয়োগ। "Good night" সাধারণত রাতে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলা হয়। এটি একটি বিদায়কালীন অভিবাদন, স্বাগত জানানোর জন্য নয়।
ক) ta ta
খ) bye
গ) good night
ঘ) God bless you
Note : রাতে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সঠিক অভিব্যক্তি। রাতে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় "Good night" বলা হয়। এটি বিদায়কালীন একটি প্রচলিত ও মার্জিত অভিব্যক্তি।
ক) Good morning
খ) Good afternoon
গ) Good evening
ঘ) Good night
Note : কোনটি অভিবাদন নয় তা চিহ্নিত করা। "Good night" সাধারণত বিদায় জানানোর সময় বা ঘুমাতে যাওয়ার আগে ব্যবহৃত হয়। এটি কারো সাথে দেখা হলে প্রথম অভিবাদন হিসেবে ব্যবহৃত হয় না।
ক) Good afternoon
খ) Good evening
গ) Good night
ঘ) Good day
Note : দিনের বিভিন্ন সময় অনুযায়ী অভিবাদন জানানোর সঠিক প্রথা। রাত 10টা (10 p.m.) সন্ধ্যায় পড়ে। সাধারণত সন্ধ্যা 6টা থেকে গভীর রাত পর্যন্ত (ঘুমানোর আগে) দেখা হলে "Good evening" বলা হয়। "Good night" বিদায় জানানোর সময় ব্যবহৃত হয়।
ক) It is quarter to eleven.
খ) It is a quarter to eleven.
গ) It is a quarter of eleven. (US)
ঘ) It is a quarter past eleven.
Note : A quarter of eleven" বলে ইংরেজিতে সময় বোঝানোর কোনো প্রচলিত বা সঠিক নিয়ম নেই। সাধারণত 'past' বা 'to' ব্যবহার করা হয় 'quarter' এর সাথে।
ক) It is ten minutes to two.
খ) It is ten to two.
গ) It is two minutes to ten.
ঘ) It is ten hours to two.
Note : দুইটা বাজতে দশ মিনিট বাকি" এর সবচেয়ে প্রচলিত ও সঠিক ইংরেজি অনুবাদ হলো "It is ten to two।" যখন মিনিটের সংখ্যা 5 এর গুণিতক হয় তখন 'minutes' শব্দটি বাদ দেওয়া যায়।
জব সলুশন