Don't build castle in the -. You'll be disappointed.

ক) house
খ) air
গ) sky
ঘ) carth
বিস্তারিত ব্যাখ্যা:
বাগধারাটি হলো 'Don't build castles in the air' যার অর্থ অলীক স্বপ্ন দেখা বা অবাস্তব পরিকল্পনা করে সময় নষ্ট করা। অপশন B 'air' বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।

Related Questions

ক) likes
খ) deserves
গ) preserves
ঘ) loves
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ কেবল সাহসীরাই সুন্দরীদের যোগ্য। প্রবাদটি হলো 'None but the brave deserves the fair' যার অর্থ কেবলমাত্র সাহসী ব্যক্তিরাই সাফল্য বা যোগ্য বস্তুর অধিকারী হয়। অপশন B 'deserves' সঠিক ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়ে প্রবাদটিকে নির্ভুলভাবে সম্পূর্ণ করে।
ক) the success
খ) the fair
গ) achievement
ঘ) beautiful
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ বীর ভোগ্যা বসুন্ধরা। প্রবাদটি হলো 'None but the brave deserves the fair' যার অর্থ কেবল সাহসী ব্যক্তিরাই সাফল্য বা সুন্দর কিছু অর্জন করতে পারে। অপশন B 'the fair' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) clever
খ) wicked
গ) drowning
ঘ) poor
Note : বাগধারা পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বাগধারাটি হলো 'A drowning man catches at a straw' যার অর্থ চরম বিপদে পড়া ব্যক্তি যেকোনো সামান্য অবলম্বনকেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। অপশন C 'drowning' বাগধারাটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) group
খ) fly
গ) flock
ঘ) nest
Note : প্রবাদ পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ চোরে চোরে মাসতুতো ভাই। প্রবাদটি হলো 'Birds of a feather flock together' যার অর্থ একই স্বভাব বা প্রকৃতির মানুষেরা একসাথে মিলিত হয়। অপশন C 'flock' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) fall (পতিত হওয়া)
খ) stable (স্থির)
গ) slide (পিছলানো)
ঘ) jump
Note : প্রবাদটি হলো 'United we stand divided we fall' যার অর্থ ঐক্যবদ্ধ থাকলে আমরা শক্তিশালী থাকি কিন্তু বিভক্ত হলে দুর্বল হয়ে পড়ি বা পরাজিত হই। অপশন A 'fall' এই প্রবাদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।
ক) simple
খ) difficult
গ) normal
ঘ) regular
Note : বাক্য পূরণের প্রশ্ন যার বাংলা ভাবার্থ বলা সহজ কিন্তু করা কঠিন। বাক্যটি হলো 'It is easy to say but difficult to do' যার অর্থ কোনো কিছু মুখে বলা বা পরিকল্পনা করা সহজ হলেও বাস্তবে তা সম্পন্ন করা কঠিন। অপশন B 'difficult' বাক্যটিকে সঠিকভাবে সম্পূর্ণ করে।

জব সলুশন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন