একটি স্কুলের ৬০% ছাত্র বাংলায় ও ৭০% ছাত্র গণিতে পাস করে। ২০% ছাত্র উভয় বিষয়ে ফেল করলে এবং ২৫০ জন ছাত্র উভয় বিষয়ে পাস করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করেছে?
ধরি, মোট ছাত্র ১০০ জন।
উভয় বিষয়ে পাশেরসংখ্যা = (৬০+৭০)-(১০০-২০)=৫০ জন।
মোট ছাত্র সংখ্যা = ২৫০/৫০*১০০ = ৫০০ জন।
বাংলায় ৬০% ছাত্র পাশ করলে, ফেল করে = ৪০%। তাহলে শুধু বাংলায় ফেল করে ৪০-২০= ২০%।
৫০০/১০০*২০ = ১০০ জন
Related Questions
মাসিক উপার্জন ৮১২ টাকা হলে সাপ্তাহিক উপার্জন = ৮১২/৪ = ২০৩ টাকা
১৬% বৃদ্ধিতে বর্তমান উপার্জন = ১১৬ টাকা
বর্তমানে ১১৬ টাকা হলে পূর্বে ১০০ টাকা
” ১ ” ” ” ১০০/১১৬ ”
” ১ ” ” ” (১০০x২০৩)/১১৬ ”
= ১৭৫ টাকা
১০% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন = ১৭৫ + (১৭৫ x১০)/১০০ = ১৯২.৫০ টাকা
সুতরাং, ১০% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন = (১৯২.৫০ x৪) = ৭৭০ টাকা
জব সলুশন