বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?
ক) বর্ণ
খ) পদ
গ) অক্ষর
ঘ) বিভক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে অক্ষর (Syllable) বলে।
Related Questions
ক) সমাচার দর্পণ
খ) তত্ত্ববোধিনী
গ) সংবাদ প্রভাকর
ঘ) একটিও না
Note : ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন 'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক। এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ছিল।
ক) আবদুল করিম সাহিত্য বিশারদ
খ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
Note : ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে তবে এগুলোর সম্পাদনা ও প্রকাশে প্রধান ভূমিকা পালন করেন ড. দীনেশচন্দ্র সেন। অপশনে সংগ্রাহক হিসেবে দীনেশচন্দ্র সেনের নামই বেশি প্রচলিত উত্তর হিসেবে গৃহীত হয়।
ক) ভ্রমণকাহিনী
খ) আত্মস্মৃতি
গ) কাব্য
ঘ) ছোটগল্প
Note : এটি কবি নির্মলেন্দু গুণের প্রথম ও অত্যন্ত জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ।
ক) মৃত্যুক্ষুধা
খ) পদ্মানদীর মাঝি
গ) লালসালু
ঘ) রাইফেল রোটি আওরাত
Note : জমিলা সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' উপন্যাসের মজিদের দ্বিতীয় স্ত্রী। সে উপন্যাসে মজিদের ভণ্ডামির বিরুদ্ধে এক প্রতিবাদী সত্তা।
ক) গিতাঞ্জলি
খ) গীতাঞ্জলি
গ) গিতঞ্জলী
ঘ) গীতাঞ্জলী
Note : সঠিক বানানটি হলো 'গীতাঞ্জলি' (গীত+অঞ্জলি)। সন্ধির নিয়ম ও অঞ্জলি শব্দের বানান অনুসারে শেষে হ্রস্ব-ই কার হয়।
ক) ৫ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৬ প্রকার
ঘ) ৭ প্রকার
Note : বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক প্রধানত ৬ প্রকার: কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান কারক অপাদান কারক ও অধিকরণ কারক।
জব সলুশন