কোন ধাতুগুলো মূলত এক-
ক) সমধাতু ও প্রযোজক ধাতু
খ) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
গ) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
বিস্তারিত ব্যাখ্যা:
গঠনরীতি ও আকৃতির দিক থেকে প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু একই রকম হয়ে থাকে (উভয়েই 'আ' প্রত্যয়ান্ত)। কেবল বাক্যে প্রয়োগের ওপর ভিত্তি করে এদের পার্থক্য নির্ণয় করা হয়।
Related Questions
ক) চল
খ) কার
গ) বেতা
ঘ) পড়
Note : 'বেতা' ধাতুটি 'বেত' (বিশেষ্য) শব্দের সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত হয়েছে (বেত+আ)। তাই এটি নাম ধাতুর উদাহরণ।
ক) খা
খ) কর
গ) ঘুমা
ঘ) ছাড়
Note : 'ঘুমা' শব্দটি 'ঘুম' (বিশেষ্য) এর সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তাই এটি নাম ধাতু। বাকিগুলো মৌলিক ধাতু।
ক) মৌলিক ধাতু
খ) সংযোগমূলক ধাতু
গ) নাম ধাতু
ঘ) প্রযোজক ধাতু
Note : বিশেষ্য বা বিশেষণের সাথে 'আ' প্রত্যয় যোগ করে ক্রিয়াপদ গঠনের জন্য যে ধাতু তৈরি হয় তাকে নাম ধাতু বলে। যেমন: ঘুম (বিশেষ্য) + আ = ঘুমা।
ক) গড়
খ) বুধ
গ) ছাম
ঘ) ডর
Note : 'ডর' (ভয়) ধাতুটি হিন্দি থেকে আগত তাই এটি বিদেশি ধাতু। বুধ সংস্কৃত এবং গড় বাংলা ধাতুর উদাহরণ।
ক) আরবি
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) অজ্ঞাতমূল
Note : 'হের' (দেখো) ধাতুটি কোন মূল ভাষা থেকে এসেছে তা নিশ্চিতভাবে জানা যায় না বলে ব্যাকরণে একে 'অজ্ঞাতমূল ধাতু' হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।
ক) উর্দু
খ) বাংলা
গ) আরবি
ঘ) হিন্দি
Note : 'মাগ' বা 'মাঙ' ধাতুটি হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এটি একটি বিদেশি ধাতুর উদাহরণ।
জব সলুশন