‘বসে থাকো’- এটি কোন ধরনের বাক্য?

ক) বিবৃতিমূলক
খ) বিস্ময়সূচক
গ) অনুজ্ঞাবাচক
ঘ) অস্তিবাচক
বিস্তারিত ব্যাখ্যা:
বসে থাকো একটি আদেশ বা নির্দেশ যা অনুজ্ঞাবাচক বাক্যের অন্তর্গত।

Related Questions

ক) অনুজ্ঞাসূচক
খ) আদেশসূচক
গ) উপদেশসূচক
ঘ) অনুরোধসূচক
Note : এটি একটি উপদেশ। আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি অনুজ্ঞাসূচক (Imperative) বাক্যের অন্তর্ভুক্ত। তাই এটি মূলত অনুজ্ঞাসূচক।
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) প্রথম পুরুষ
Note :

উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হয় না।

 

উত্তম পুরুষ: বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকেই উত্তম পুরুষ বলে ।

আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই।

আমরা বিকেলবেলা মাঠে খেলা করি ।

আমাকে মা একটা কলম কিনে দিয়েছেন।

আমাদের বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে।

সাধারণভাবে চলিতগদ্যে উত্তম পুরুষের এই উদাহরণগুলো প্রচলিত ।

ক) নেতিবাচক বাক্য
খ) অসম্ভব বাক্য
গ) অসম বাক্য
ঘ) নির্দেশ বাক্য
Note : বাক্যটিতে নেই শব্দটি থাকায় এটি গঠনগতভাবে নেতিবাচক বাক্য।
ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
Note : সবাই অপছন্দ করে এর নেতিবাচক রূপ হলো কেউ পছন্দ করে না। এতে মূল ভাব বজায় থাকে।
ক) হৈম তাহার অর্থ বুঝিতে বার্হ হইল
খ) হৈম তাহার অর্থ বুঝিল না
গ) হৈম কি তাহার অর্থ বুঝিল না?
ঘ) হৈম তাহার অর্থ বুঝিল!
Note : খ অপশনে সরাসরি না শব্দটি ক্রিয়ার শেষে যুক্ত হয়ে নেতিবাচক অর্থ প্রকাশ করেছে।
ক) তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
খ) অচিরেই তাদের ভুল ভাঙে
গ) তাদের ভুলটা দেরিতে ভাঙে
ঘ) তাদের ভুলটা ভাঙতে অনেক দেরি হয়
Note : দেরি হয় না মানে হলো তাড়াতাড়ি বা অচিরেই হয়। তাই অচিরেই তাদের ভুল ভাঙে সঠিক অস্তিবাচক রূপ।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন