বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?

ক) পদ
খ) রূপ
গ) শব্দমূল
ঘ) ধ্বনি
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যকে ভাঙলে যে ক্ষুদ্রতম অর্থবোধক ও ব্যাকরণিক একক পাওয়া যায় তা হলো পদ।

Related Questions

ক) সমাস
খ) প্রত্যয়
গ) পদ
ঘ) ক্রিয়া
Note : কতগুলো পদ সুবিন্যস্ত হয়ে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাই পদই হলো বাক্য গঠনের মূল উপাদান।
ক) ভিন্ন অর্থ প্রকাশক
খ) বাক্যে সম্পর্কহীন ও সম্পর্কযুক্ত
গ) মৌলিক অর্থের জন্য
ঘ) ভাবে ভিন্নতা
Note : শব্দ হলো অভিধানের একক যা বাক্যের বাইরে থাকে এবং সম্পর্কহীন। অন্যদিকে পদ বাক্যের অংশ এবং বিভক্তির মাধ্যমে অন্যান্য শব্দের সাথে সম্পর্কযুক্ত।
ক) কারক
খ) বর্ণ
গ) পদ
ঘ) ধ্বনি
Note : বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত প্রতিটি শব্দই হলো পদ। শব্দ বাক্যের বাইরে থাকে কিন্তু বাক্যে স্থান পেলে তা পদ হিসেবে গণ্য হয়।
ক) কবিতার চরণ
খ) যে কোন শব্দ
গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
Note : বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলা হয়। ব্যাকরণ অনুসারে শব্দ বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে তা পদে পরিণত হয় এবং বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করে।
ক) প্রাণের বন্ধু
খ) পণ্ডিত জনোচিত উক্তি
গ) কাচ-কাটা হীরে
ঘ) সল্ফ্ভরণশীল মেষ
Note : পণ্ডিত জনোচিত (পণ্ডিত জনের উচিত) একটি সমাসবদ্ধ বা যৌগিক পদ যা বিশেষণ হিসেবে কাজ করছে।
ক) স্পৃহা
খ) আসক্তি
গ) অভ্যাস
ঘ) অভিপ্রায়
Note : খেলতে যাবো এর মাধ্যমে বক্তার মনের ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ পেয়েছে।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন