মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কে কুমেরু বলে। মেরুরেখা বা অক্ষর উত্তর প্রান্ত বিন্দু কে সুমেরু বলে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব - পশ্চিমে পূর্ণ বৃত্তের মত পৃথিবীতে বেষ্টন করে কল্পিত রেখা কে বিষুব রেখা বলে।
Related Questions
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস - আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৮৫৮ সালে তিনি এই উপন্যাস রচনা করেন। কলকাতার ততৎকালীন সমাজ এর প্রধান বিষয় বস্তু। ঠকচাচা এর প্রধান চরিত্র।
আকবর হোসেন একজন কথাশিল্পী। কাহিনীর উপাদেয়তা - ও বর্ণনায় তার রচিত উপন্যাস এ প্রেমের বিচিত্র কাহিনী বর্ণনা করা হয়েছে। সেগুলো হলো: দুদিনের খেলাঘর, অবাঞ্চিত, কি পাইনি, মোহমুক্তি, আলোছায়া প্রভৃতি।
জব সলুশন