উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?
ক) অকর্মক ও সকর্মক
খ) প্রযোজক ও নামধাতু
গ) ধাতু ও তদ্ধিত
ঘ) মৌলিক ও কৃদন্ত
বিস্তারিত ব্যাখ্যা:
মৌলিক ধাতু ও সাধিত ধাতু বা নাম ধাতু থেকে গঠিত ক্রিয়া। (উত্তর D বলছে)।
Related Questions
ক) তিন ভাগে
খ) চার ভাগে
গ) পাঁচ ভাগে
ঘ) দুই ভাগে
Note : সমাপিকা ও অসমাপিকা - এই দুই ভাগে ভাগ করা হয়।
ক) বচনভেদে
খ) প্রয়োগভেদে
গ) অর্থভেদে
ঘ) বর্ণনাভেদে
Note : বাংলায় বচন ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না (আমি খাই, আমরা খাই - একই রূপ)। পুরুষ ও কাল ভেদে হয়।
ক) প্রত্যয়
খ) অনুসর্গ
গ) বিভক্তি
ঘ) উপসর্গ
Note : ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়।
ক) নামপদ
খ) কর্মপদ
গ) কর্তৃপদ
ঘ) ক্রিয়াপদ
Note : ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হতে পারে না (প্রত্যক্ষ বা উহ্য)।
ক) সবসময়ে বাক্যে থাকবে
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ) আসলে বিশেষণ থেকে অভিন্ন
ঘ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
Note : বাক্যে ক্রিয়াপদ অপরিহার্য তবে অনেক সময় (বিশেষ করে 'হ' ও 'আছ' ধাতু) ক্রিয়া উহ্য থাকে।
ক) তাবৎ
খ) কিছু
গ) স্বয়ং
ঘ) যে
Note : 'যে' দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ ঘটায়।
জব সলুশন