'সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল।' এখানে 'সূর্য' কোন ধরনের কর্তা?
ক) অসমান
খ) এক
গ) একক অসমান
ঘ) নিরপেক্ষ
বিস্তারিত ব্যাখ্যা:
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে।
Related Questions
ক) সে কেঁদে কেঁদে বলল
খ) বালিকাটি গান করে বলে গেল
গ) সে এলে আমি যাব
ঘ) সে যেতে যেতে থেকে গেল
Note : 'সে এলে আমি যাব' - এখানে 'সে' এবং 'আমি' দুটি ভিন্ন কর্তা তাই এটি অসমান কর্তা।
ক) তাকে বলতে দাও
খ) তুমি বল আমি শুনি
গ) আমরা বাঁচতে চাই
ঘ) সে দেখতে লাগলো
Note : 'তুমি বল আমি শুনি' - এখানে দুটিই সমাপিকা ক্রিয়া। অসমাপিকা নেই।
ক) অনুক্ত
খ) দ্বিকর্মক
গ) সমাপিকা
ঘ) অসমাপিকা
Note : 'করলে' ক্রিয়াটি শর্ত বোঝাচ্ছে এবং বাক্য শেষ করেনি তাই অসমাপিকা।
ক) সমাপিকা
খ) অসমাপিকা
গ) প্রযোজক
ঘ) অসামঞ্জস্য
Note : 'উঠলে' (লে বিভক্তিযুক্ত) ক্রিয়াটি বাক্যের ভাব সম্পূর্ণ করেনি তাই অসমাপিকা।
ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুর ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
Note : 'খেয়ে' ক্রিয়াটি অসমাপিকা কারণ এরপর 'যাব' সমাপিকা ক্রিয়া আছে।
ক) অসমাপিকা
খ) সমাপিকা
গ) দ্বিকর্মক
ঘ) প্রযোজক
Note : গিয়ে (গমন করে) ক্রিয়াটি বাক্য শেষ করেনি তাই এটি অসমাপিকা।
জব সলুশন