সে এখন যাবে না।- এই বাক্যে 'না' কোন পদ?
ক) বিশেষণ
খ) অব্যয়
গ) ক্রিয়াবিশেষণ
ঘ) অনুসর্গ
বিস্তারিত ব্যাখ্যা:
'না' ক্রিয়াকে নেতিবাচকভাবে বিশেষিত করছে তাই এটি ক্রিয়া বিশেষণ বা না-বাচক ক্রিয়া বিশেষণ।
Related Questions
ক) ক্রিয়াবাচক বিশেষ্য
খ) ক্রিয়া বিশেষণ
গ) ক্রিয়াবিশেষ্যজাত
ঘ) ক্রিয়াবিভক্তি
Note : ক্রিয়া বিশেষণ বা Adverb ক্রিয়ার কাল, স্থান বা অবস্থা নির্দেশ করে।
ক) এমন সুখের মরণ কে মরতে পারে?
খ) এমন কষ্টের মরণ কেউ কি চায়?
গ) এমন সুখের মরণ কে না চায়?
ঘ) কোনোটিই নয়
Note : মরণ ও মরতে পারে একই ধাতু থেকে উৎপন্ন।
ক) প্রযোজক ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) অনুুক্ত কর্ম
ঘ) সমধাতুজ কর্ম
Note : ঘুম (কর্ম) ও ঘুমিয়েছি (ক্রিয়া) একই ধাতু থেকে এসেছে।
ক) খুব ঠকা ঠকেছি
খ) সে আমাকে বইটি দিল
গ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ঘ) অনীমের ভাই বাড়ি যাচ্ছে
Note : ঠকা ঠকেছি - ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে এসেছে।
ক) সে বই পড়ছে
খ) সে গভীর চিন্তায় মগ্ন
গ) সে ঘুমিয়ে আছে
ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
Note : চাল চেলেছে - চাল ও চেলেছে একই ধাতু থেকে উৎপন্ন তাই সমধাতুজ।
ক) মুখ্য কর্ম
খ) গৌণ কর্ম
গ) উদ্দেশ্য কর্ম
ঘ) বিধেয় কর্ম
Note : ব্যক্তিবাচক কর্মটি গৌণ কর্ম এবং বস্তুবাচক কর্মটি মুখ্য কর্ম।
জব সলুশন