কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়?
ক) শব্দ বিভক্তি
খ) অনুসর্গ
গ) উপসর্গ
ঘ) কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
উপসর্গ ও বিভক্তির স্বাধীন ব্যবহার নেই কিন্তু অনুসর্গ স্বাধীন পদ হিসেবে বসতে পারে।
Related Questions
ক) শব্দ বিভক্তি
খ) ক্রিয়া বিভক্তি
গ) অব্যয়
ঘ) বিশেষণ
Note : অনুসর্গ এক ধরণের অব্যয় পদ।
ক) বচনচিহ্ন
খ) উপসর্গ
গ) অনুসর্গ
ঘ) নির্দেশক
Note : দ্বারা, দিয়া, কর্তৃক, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।
ক) উপসর্গ
খ) অনুসর্গ
গ) সম্বন্ধপদ
ঘ) প্রত্যয়
Note : অনুসর্গ বিভক্তির ন্যায় পদের পরে বসে কারক সম্পর্ক স্থাপন করে।
ক) স্বর
খ) বর্ণ
গ) অনুসর্গ
ঘ) উপসর্গ
Note : অনুসর্গ শব্দের পরে বসে বিভক্তির কাজ করে এবং স্বাধীন অর্থ থাকে।
ক) তিনি এখানে এসেছিলেন
খ) ছেলেটি দ্রুত দৌড়ায়
গ) গতকাল তিনি এসেছেন
ঘ) একটু ঘুরে আসুন না
Note : গতকাল শব্দটি সময় নির্দেশ করছে তাই কালবাচক।
ক) বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
খ) সে খুব তাড়াতাড়ি হাঁটল
গ) সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
ঘ) সেদিন অত্যন্ত চমৎকার কথা শুনিলাম
Note : তাড়াতাড়ি হাঁটল - ক্রিয়া বিশেষণ।
জব সলুশন