তাকেও আসতে বলেছি। এই বাক্যের 'ও' অব্যয় পদটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নির্দেশ অর্থে
খ) স্বীকৃতি জ্ঞাপনে
গ) বিকল্প প্রকাশে
ঘ) অনুরোধে
বিস্তারিত ব্যাখ্যা:
তাকেও (অন্তর্ভুক্ত বা স্বীকৃতি অর্থে)।

Related Questions

ক) প্রশ্ন জিজ্ঞাসা
খ) শাসন করায়
গ) বিরক্তি প্রকাশে
ঘ) ক্রোধ প্রকাশে
Note :

বাক্যটি হলো: "তুই কি কাজ করবি, না মার খাবি?"
যদিও বাক্যটি দেখতে প্রশ্নবোধক এবং এর মধ্যে ধমক বা শাসনের সুর (Shashon) আছে, কিন্তু বাংলা ব্যাকরণের পরিভাষায় এখানে 'কি' অব্যয়টি বিরক্তি বা ক্রোধমিশ্রিত বিরক্তি বোঝাতে ব্যবহৃত হয়েছে। বক্তা শ্রোতার কাজ না করার প্রতি বিরক্ত হয়ে এই আলটিমেটাম বা চরমপত্র দিচ্ছে।
সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ব্যাকরণ বইয়ের বহুনির্বাচনী প্রশ্নে (MCQ) এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে 'বিরক্তি প্রকাশে' অপশনটিকেই ধরা হয়।
সঠিক উত্তর: বিরক্তি প্রকাশে

ক) হতাশা
খ) সন্দেহ
গ) সম্ভাবনা
ঘ) অনিশ্চয়তা
Note : সংশয় বা সম্ভাবনা (আসবে কি আসবে না)।
ক) ক্রমশ
খ) আকস্মিকতা
গ) অভ্যাস
ঘ) ব্যপ্তি
Note : শুধু শুধু (অকারণে) রেগে ওঠা তার স্বভাব বা অভ্যাস।
ক) বৃষ্টি পড়ে ঝমঝম
খ) তাকে দিয়ে একাজ হবে না
গ) উহ! পায়ে বড্ড লেগেছে
ঘ) তাকে দিয়ে
Note : উহ! (আবেগ) অনন্বয়ী অব্যয়।
ক) অনুসর্গ
খ) অনন্বয়ী
গ) সংকোচক
ঘ) বিয়োজক
Note : পাছে ভয় বা কারণ বোঝাতে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়।
ক) সমুচ্চয়ী
খ) অনন্বয়ী
গ) অনুসর্গ
ঘ) অনুকার
Note : ওগো সম্বোধনসূচক অনন্বয়ী অব্যয়।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন