'আইন' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলায় গৃহীত?

ক) আরবি
খ) ফারসি
গ) তুর্কি
ঘ) পর্তুগিজ
বিস্তারিত ব্যাখ্যা:
আইন শব্দটি সাধারণত আরবি হিসেবে পরিচিত হলেও এই পরীক্ষার উত্তরমালা অনুযায়ী একে ফারসি শব্দ হিসেবে গণ্য করা হয়েছে কারণ ফারসি আদালতের ভাষায় এর বহুল ব্যবহার ছিল।

Related Questions

ক) খুশি নকশা
খ) চশমা মুশকিল
গ) খানসামা শয়তান
ঘ) খোশ চশমা
Note : খোশ ও চশমা দুটি শব্দই ফারসি ভাষা থেকে আগত এবং বাকি অপশনগুলোতে আরবি ও ফারসি মিশ্রিত রয়েছে।
ক) ইনসান
খ) ইবাদত
গ) মর্জি
ঘ) আশরাফি
Note : ইনসান ইবাদত ও মর্জি শব্দগুলো আরবি কিন্তু আশরাফি শব্দটি মূলত ফারসি ভাষা থেকে আগত।
ক) নামাজ
খ) হারাম
গ) সালাত
ঘ) কলম
Note : নামাজ শব্দটি ফারসি ভাষা থেকে আগত এবং সালাত হারাম ও কলম আরবি শব্দ তাই সঠিক উত্তর নামাজ।
ক) শর্তবাচক
খ) বিরোধমূলক
গ) না-অর্থক
ঘ) নিত্যসম্বন্ধীয়
Note : যার-তার, যত-তত নিত্য সম্বন্ধীয় অব্যয়।
ক) হাঁ আমি যাব
খ) অতি ভক্তি চোরের লক্ষণ
গ) আবার যেতে হবে
ঘ) যথা ধর্ম তথা জয়
Note : যথা-তথা নিত্য সম্বন্ধীয়।
ক) যখন তখন
খ) শন শন
গ) অথবা
ঘ) অধিকন্তু
Note : যখন-তখন, যথা-তথা এগুলো নিত্য সম্বন্ধীয় বা সাপেক্ষ অব্যয়।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন