যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কি শব্দ বলে?
ক) রূঢ়ি
খ) যৌগিক
গ) যোগরূঢ়
ঘ) যৌগিক রূঢ়ি
বিস্তারিত ব্যাখ্যা:
উপসর্গ বা প্রত্যয়যোগে গঠিত হয়েও মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে রূঢ়ি শব্দ বলে; যেমন- বাঁশি।
Related Questions
ক) যৌগিক শব্দ
খ) যোগরূঢ় শব্দ
গ) রূঢ়ি শব্দ
ঘ) মৌলিক শব্দ
Note : যৌগিক শব্দের গঠনগত বা ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে; যেমন- গায়ক (যে গান করে)।
ক) তৎসম শব্দ
খ) যৌগিক শব্দ
গ) সাধিত শব্দ
ঘ) তদ্ভব শব্দ
Note : অর্থমূলক শ্রেণবিভাগ হলো যৌগিক-রূঢ়-যোগরূঢ়; তৎসম বা তদ্ভব উৎসমূলক এবং সাধিত গঠনমূলক।
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
Note : অর্থ অনুসারে শব্দ তিন প্রকার; যথা- ১. যৌগিক ২. রূঢ় বা রূঢ়ি এবং ৩. যোগরূঢ়।
ক) পানসা
খ) ফুলেল
গ) গোলাপ
ঘ) হাতল
Note : গোলাপ শব্দটি ভাঙা যায় না তাই এটি সাধিত নয় বরং মৌলিক; বাকিগুলো প্রত্যয়যোগে গঠিত।
ক) দরদি
খ) লাল
গ) বই
ঘ) গাছ
Note : দরদি শব্দটি প্রত্যয়যোগে গঠিত (দরদ+ই); তাই এটি সাধিত; লাল বা বই বা গাছ মৌলিক।
ক) হাসান
খ) প্রশাসনিক
গ) বনবন
ঘ) গোলাপ
Note : প্রশাসনিক শব্দটি প্রত্যয়যোগে গঠিত (প্রশাসন+ইক); তাই এটি সাধিত শব্দ।
জব সলুশন