মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?
ক) তোমরা
খ) আমরা
গ) আপনি
ঘ) এরা
বিস্তারিত ব্যাখ্যা:
উপস্থিত শ্রোতা বা যাদের উদ্দেশ্য করে কথা বলা হয় তারা মধ্যম পুরুষ। যেমন তুমি তোমরা আপনি আপনারা। এখানে তোমরা মধ্যম পুরুষের উদাহরণ। আমরা উত্তম পুরুষ এবং এরা নাম পুরুষ। অপশন A (তোমরা) এবং অপশন C (আপনি) দুটিই সঠিক উত্তর।
Related Questions
ক) উত্তম পুরুষ
খ) নাম পুরুষ
গ) ক ও খ
ঘ) মধ্যম পুরুষ
Note : বক্তা যার সঙ্গে কথা বলে বা যাকে সম্বোধন করে কিছু বলে তাকে মধ্যম পুরুষ বলে। অর্থাৎ উপস্থিত শ্রোতাই হলো মধ্যম পুরুষ। তাই প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা হলো মধ্যম পুরুষ।
ক) সে
খ) তারা
গ) আমরা
ঘ) তোমরা
Note : স্বয়ং বক্তা বা বক্তারা নিজেদের বোঝাতে যে সর্বনাম ব্যবহার করেন তা উত্তম পুরুষ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমরা উত্তম পুরুষের উদাহরণ। বাকিগুলোর মধ্যে সে ও তারা নাম পুরুষ এবং তোমরা মধ্যম পুরুষ।
ক) আমি
খ) তুমি
গ) সে
ঘ) যিনি
Note : বক্তা নিজের সম্পর্কে কিছু বলতে যে সর্বনাম ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বলে। যেমন আমি আমরা আমাকে ইত্যাদি। এখানে আমি হলো উত্তম পুরুষের উদাহরণ।
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note : বাংলা ব্যাকরণে পুরুষ প্রধানত তিন প্রকার। এগুলো হলো উত্তম পুরুষ বা First Person মধ্যম পুরুষ বা Second Person এবং নাম পুরুষ বা Third Person।
ক) বিশেষ্যের বিভিন্ন প্রকৃতিকে
খ) বিশেষ্য ও অব্যয়ের বিভিন্ন প্রকৃতিকে
গ) সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
ঘ) বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
Note : ব্যাকরণে পুরুষ বা পক্ষ হলো এমন বৈশিষ্ট্য যা বাক্যের কর্তা অর্থাৎ বিশেষ্য বা সর্বনামের রূপভেদ নির্দেশ করে। এটি বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতি অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটায় তাই সঠিক উত্তর বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতি।
জব সলুশন