'বামেতর' শব্দের অর্থ-
ক) বামচোখ
খ) ইতর
গ) বামদিক
ঘ) ডান
বিস্তারিত ব্যাখ্যা:
বামেতর মানে বামের ইতর (ভিন্ন); অর্থাৎ যা বাম নয় বা ডান।
Related Questions
ক) উদাসীন
খ) প্রতিকূল
গ) রাগহীন
ঘ) রুষ্ট
Note : বিরাগ মানে অনাসক্তি; বিরাগী মানে যে সংসার বা কোনো বিষয়ে উদাসীন বা আসক্তিহীন।
ক) পোষাক
খ) সাজসজ্জা
গ) উপকরণ
ঘ) কেনাবেচা
Note : বেসাতি মানে হলো কেনাবেচা বা পণ্যদ্রব্য বা সওদাপাতি।
ক) কঠিন
খ) অসমতল
গ) সমতল
ঘ) মসৃণ
Note : বন্ধুর মানে হলো উঁচু-নিচু বা অসমতল; বন্ধুর পথ মানে দুর্গম পথ।
ক) অশ্বত্থ
খ) বনমালী
গ) বিটপী
ঘ) কাঠরা
Note : বনস্পতি বলা হয় সেই সব বৃক্ষকে যাদের ফুল না হয়েই ফল হয় (যেমন বট, অশ্বত্থ); তাই অশ্বত্থ বনস্পতির উদাহরণ।
ক) অনুসন্ধান
খ) কৌশল
গ) দোটাই হয়
ঘ) কোনোটিই নয়
Note : ফিকির আরবি শব্দ যার অর্থ বুদ্ধি বা কৌশল বা ফন্দি।
ক) গাছের নতুন পাতা
খ) নবজাত
গ) বিধান কর্তা
ঘ) বিদ্যাশিক্ষার স্থান
Note : কিশলয় মানে হলো গাছের কচি পাতা বা নবপল্লব।
জব সলুশন