কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক) কালির দাগ সহজে ওঠে না
খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর
গ) দুধ থেকে দই হয়
ঘ) এ বৎসর খুব বন্যা হয়েছে
বিস্তারিত ব্যাখ্যা:
‘বুদ্ধি খাটিয়ে কাজ কর’ বাক্যে ‘বুদ্ধি’ হলো কাজের উপকরণ এবং এতে কোনো বিভক্তি নেই তাই এটি করণ কারকে শূন্য।

Related Questions

ক) করণ কারক
খ) কর্মকারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
Note : ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক উপায়কে করণ কারক বলা হয়। করণ শব্দের অর্থই হলো যন্ত্র বা সহায়ক।
ক) ধোপাকে কাপড় দাও
খ) সূর্যোদয়ে পদ্ম ফোটে
গ) ডাক্তার ডাক
ঘ) দীনে দয়া কর
Note : ‘দীনে দয়া কর’ বাক্যে নিঃস্বার্থভাবে দয়া করার কথা বলা হয়েছে তাই এটি সম্প্রদান কারক। ধোপাকে কাপড় দেওয়া স্বত্ব ত্যাগ করে নয় তাই সেটি কর্ম।
ক) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
খ) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
গ) ভিক্ষুককে ভিক্ষা দাও
ঘ) ভিক্ষুককে ভিক্ষা দাও
Note : স্বত্ব ত্যাগ করে দান বোঝালে সম্প্রদান কারক হয়। ‘ভিক্ষুককে’ পদে ‘কে’ বিভক্তি যুক্ত হয়েছে যা চতুর্থী বিভক্তির চিহ্ন হিসেবে গণ্য হয়।
ক) করণ কারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
Note : রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনেক আধুনিক ব্যাকরণবিদ সম্প্রদান কারক স্বীকার করেন না কারণ একে কর্মকারকের অন্তর্ভুক্ত করা যায়।
ক) দুধকে আমরা দুগ্ধ বলি
খ) লাঙল দ্বারা জমি চাষ হয়
গ) জিজ্ঞাসিবে জনে জনে
ঘ) তাকে আমরা চিনি না
Note : দ্বিকর্মক ক্রিয়ায় দুটি কর্ম থাকলে প্রধানটিকে মুখ্য কর্ম এবং অপরটিকে বিধেয় কর্ম বলা হয়। এখানে 'দুগ্ধ' হলো বিধেয় কর্ম।
ক) ফুলদল
খ) বিধি
গ) কাটিলা
ঘ) তরুবরে
Note : এখানে কাটার কাজটি ‘তরুবরে’ বা গাছের ওপর করা হয়েছে। প্রাচীন বাংলায় বা কবিতায় কর্মপদ হিসেবে তরুবরে ব্যবহৃত হয়েছে।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন