“শনিবার স্কুল বন্ধ” এখানে ‘শনিবার’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় শূন্য
খ) অপাদানে শূন্য
গ) অধিকরণে শূন্য
ঘ) কর্মে শূন্য
Related Questions
ক) অপাদানে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) ক্রিয়ার সপ্তমী
ঘ) করণে সপ্তমী
Note : তিলের ভেতর তেল অবস্থান করছে। স্থান বা আধার বোঝালে অধিকরণ কারক হয়।
ক) কর্তৃকারকে প্রথমা
খ) অপাদানে সপ্তমী
গ) সম্প্রদানে চতুর্থী
ঘ) অধিকরণে সপ্তমী
Note : তিল থেকে তেল উৎপন্ন হয়। উৎস বোঝালে অপাদান কারক হয়। তিলে (এ) মানে সপ্তমী বিভক্তি।
ক) কর্মকারকে সপ্তমী
খ) করণ কারকে সপ্তমী
গ) অধিকরণ কারকে সপ্তমী
ঘ) অপাদান কারকে সপ্তমী
Note : টাকার দ্বারা অসাধ্য সাধন হয়। ‘দ্বারা’ বোঝালে করণ কারক হয়।
ক) বালকেরা ফুটবল খেলে
খ) তাস খেলা ভাল নয়
গ) কাচের জিনিস সহজে ভাঙে
ঘ) টাকায় কি না হয়
Note : পূর্বের প্রশ্নের মতো ‘টাকায় কি না হয়’ মানে টাকার দ্বারা সব হয়। এটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।
ক) অপাদানে ৭মী
খ) কর্মে শূন্য
গ) করণে ৭মী
ঘ) কর্তায় ২য়া
Note : টাকার দ্বারা কি না হয় - অর্থাৎ টাকার সাহায্যে সব হয়। তাই এটি করণ কারকে সপ্তমী।
ক) কর্তায় ৭মী
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
Note :
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: পাপে বিরত হও।
জব সলুশন