কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?
ক) শিক্ষক
খ) গুরু
গ) বাঘ
ঘ) সভাপতি
বিস্তারিত ব্যাখ্যা:
সভাপতি পদটি নারী ও পুরুষ উভয়ের জন্য ব্যবহৃত হয়; এর আলাদা নারীবাচক শব্দ প্রচলিত নেই (সভানেত্রী বলা হলেও ব্যাকরণগতভাবে সভাপতি শব্দটিই পদবাচক)।
Related Questions
ক) সাধ্বি
খ) সাধী
গ) সাধিকা
ঘ) সাধনী
Note : সাধু এর স্ত্রীলিঙ্গ সাধ্বী।
ক) সম্রাজ্ঞী
খ) ব্রাহ্মণী
গ) চতুর্দশী
ঘ) ঠাকুরণ
Note : সম্রাট থেকে সম্রাজ্ঞী বিশেষ নিয়মে গঠিত হয়েছে। অন্যগুলো সাধারণ প্রত্যয় যোগে।
ক) সুধী
খ) সারী
গ) সুকী
ঘ) শুকা
Note : শুক (পুরুষ পাখি) এর স্ত্রীলিঙ্গ সারী।
ক) দাই
খ) এয়ো
গ) সারী
ঘ) সধবা
Note : সারি (পাখি) এর পুরুষবাচক শব্দ হলো শুক। শুক-সারি। দাই/এয়ো/সধবা নিত্য স্ত্রীবাচক।
ক) মর্দা
খ) জেনানা
গ) জেনানী
ঘ) মর্দনী
Note : মর্দ (ফার্সি শব্দ-পুরুষ) এর বিপরীত জেনানা (নারী)।
ক) ভুতুনী
খ) পেত্নী
গ) মেয়ে ভূত
ঘ) ভুতিনী
Note : ভূত এর স্ত্রীলিঙ্গ পেত্নী (ভিন্ন শব্দযোগে গঠিত)।
জব সলুশন