কোন দুটি পদের বচন ভেদ হয়?

ক) বিশেষ্য ও সর্বনাম
খ) বিশেষ্য ও বিশেষণ
গ) সর্বনাম ও অব্যয়
ঘ) ক্রিয়া ও অব্যয়
বিস্তারিত ব্যাখ্যা:
বচন বা সংখ্যার ধারণা কেবল বিশেষ্য (নাম) এবং সর্বনাম (নামের পরিবর্তে বসা শব্দ) পদের ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষণ বা অব্যয় পদের কোনো সংখ্যাগত পরিবর্তন হয় না।

Related Questions

ক) সংখ্যার ধারণা
খ) গণনার ধারণা
গ) ক্রমের ধারণা
ঘ) পরিমাপের ধারণা
Note : বচন শব্দের আভিধানিক অর্থ ‘কথন’ হলেও ব্যাকরণে বচন বলতে ‘সংখ্যার ধারণা’ বোঝায়। এটি দিয়ে কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা (এক বা একাধিক) নির্দেশ করা হয়।
ক) সমাস
খ) লিঙ্গ
গ) কারক
ঘ) বচন
Note : ব্যাকরণিক পরিভাষায় ‘বচন’ হলো বিশেষ্য বা সর্বনামের সংখ্যার ধারণা। যদিও সমাস বা কারকও পরিভাষা কিন্তু প্রদত্ত প্রশ্নের উৎস (টেক্সটবুক/নোট) অনুযায়ী এখানে ‘বচন’ শব্দটিকে পারিভাষিক শব্দ হিসেবে নির্দেশ করা হয়েছে যা সংখ্যার ধারণা দেয়।
ক) বেঙ্গমা
খ) দীর্ঘাঙ্গী
গ) বলীয়ান
ঘ) দুঃখী
Note : দীর্ঘাঙ্গী (দীর্ঘ অঙ্গ যার - নারী) স্ত্রীবাচক শব্দ। বলীয়ান/দুঃখী/বেঙ্গমা পুরুষবাচক।
ক) নাটিকা
খ) পুস্তিকা
গ) বনানী
ঘ) কাষ্ঠি
Note : বনানী শব্দটি ভিন্ন অর্থে (বনের শোভা বা সমূহ) ব্যবহৃত হয়; সাধারণ লিঙ্গান্তর নয়।
ক) অবল-অবলা
খ) বাসন্তী-বসন্ত
গ) ধাত্রা-ধাত্রী
ঘ) অভাব-অভাবী
Note : সঠিক লিঙ্গান্তর হলো ধাতা-ধাত্রী। 'ধাত্রা' শব্দটি ভুল।
ক) শ্বশুর
খ) শশূর
গ) শশুর
ঘ) শ্বশুড়
Note : তালব্য শ-ব ফলা যুক্ত (শ্ব) দিয়ে শ্বশুর বানান সঠিক।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন