নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়?
ক) আবলি
খ) মহল
গ) পাল
ঘ) জন
বিস্তারিত ব্যাখ্যা:
আবলি, মহল, পাল সমষ্টিবাচক শব্দ। কিন্তু ‘জন’ শব্দটি (যেমন- একজন, কতজন) একবচন বা গণনার একক হিসেবে ব্যবহৃত হয়।
Related Questions
ক) মেয়েটি
খ) একজন কবি
গ) একটি জীবন
ঘ) বড়ো বড়ো গাছ
Note : ‘বড়ো বড়ো’ (দ্বিরুক্তি) শব্দ দিয়ে একাধিক বা অনেক গাছ বোঝানো হয়েছে, তাই এটি বহুবচন।
ক) একজন লোক বলে
খ) দুইজন লোক বলে
গ) সাধারণ লোক বলে
ঘ) নির্দিষ্ট কেউ বলে
Note : ‘লোকে বলে’ বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় বরং সাধারণ মানুষ বা জনশ্রুতিকে বোঝানো হয়।
ক) জঙ্গলে সাপ থাকে
খ) পোকায় ধান খেয়েছে
গ) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
ঘ) নয়নদের পরীক্ষা শেষ
Note : নামপদের সাথে ‘দের’ বা ‘রা’ যুক্ত করে (যেমন- নয়নদের) যখন দল বা পরিবার বোঝানো হয়, তা বিশেষ নিয়মে সাধিত বহুবচন।
ক) সিংহ বনে থাকে
খ) বাগানে ফুল ফুটেছে
গ) মানুষ মরণশীল
ঘ) এটাই করিমদের বাড়ি
Note : ‘করিমদের বাড়ি’ বলতে করিম ও তার পরিবারের লোকদের বোঝায়। এটি সাধারণ বহুবচনের নিয়ম থেকে ভিন্ন, তাই এটি বিশেষ নিয়মে সাধিত।
ক) সাধারণ অর্থে
খ) বহুবচন অর্থে
গ) মানুষ অর্থে
ঘ) বিশেষ অর্থে
Note : ‘গণকবর’ বলতে বহু মানুষের কবর বোঝায়, তাই এখানে ‘গণ’ শব্দটি বহুবচন বা সমষ্টি অর্থে ব্যবহৃত।
ক) সর্বনাম
খ) অব্যয়
গ) বিশেষ্য
ঘ) ক্রিয়া
Note : ‘অজস্র’ একটি বিশেষণ যা বিশেষ্য পদের পূর্বে বসে তার আধিক্য বা বহুবচন নির্দেশ করে (যেমন- অজস্র জনতা)।
জব সলুশন