'কেতাদুরস্ত' বাগধারার অর্থ কী?
ক) অলস
খ) পরিশ্রমী
গ) পরিপাটি
ঘ) দীর্ঘজীবী
বিস্তারিত ব্যাখ্যা:
কেতা মানে কায়দা বা ফ্যাশন; যে কায়দাকানুন মেনে চলে বা পোশাক-আশাকে ফিটফাট থাকে তাকে 'পরিপাটি' বা কেতাদুরস্ত বলা হয়।
Related Questions
ক) কালে ভদ্রে
খ) কুপোকাত
গ) কলকাঠি নাড়া
ঘ) কথায় চিড়ে ভেজা
Note : 'কথায় চিড়ে ভেজা' মানে শুধু মিষ্টি কথায় কাজ উদ্ধার করা বা ফাঁকা বুলি দিয়ে কাজ হাসিল করা; যা 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'-এর সমার্থক।
ক) কঠিন কামড়
খ) অলসতা
গ) সফলতা
ঘ) নাছোড়বান্দা
Note : কচ্ছপ একবার কামড়ে ধরলে সহজে ছাড়ে না; তেমনি যে ব্যক্তি কোনো কিছু আদায় না করা পর্যন্ত ছাড়ে না তাকে 'নাছোড়বান্দা' বলা হয়।
ক) কালো টাকা
খ) ধাতব মুদ্রা
গ) নগদ উপার্জন
ঘ) বিত্তের অহংকার
Note : কাঁচা পয়সা বলতে সহজে বা অবৈধভাবে আসা 'নগদ উপার্জন' বা প্রচুর টাকাপয়সাকে বোঝায় যা হাতে হাতে আসে।
ক) ঘরকুনো
খ) ঝগড়াটে
গ) কৃপণ ব্যক্তি
ঘ) বাকসর্বস্ব
Note : বর্ষাকালে কোলাব্যাঙ যেমন সমানে ডাকতে থাকে কিন্তু কোনো কাজ করে না; তেমনি যে শুধু কথাই বলে কিন্তু কাজে কিছু করে না তাকে 'বাকসর্বস্ব' বা কোলাব্যাঙ বলা হয়।
ক) অনভিজ্ঞ
খ) মকদ্দমাবাজ
গ) হাকিম নির্ভর
ঘ) তোষামোদকারী
Note : যে হাকিম বা বিচারক নিজে সিদ্ধান্ত নিতে পারেন না বা বোকা প্রকৃতির; তাকে 'অনভিজ্ঞ' বা কেবলা হাকিম বলা হয়।
জব সলুশন