'খেউড় গাওয়া' বাগধারার অর্থ কী?

ক) গালিগালাজ করা
খ) প্রলাপ বকা
গ) একস্বরে গান
ঘ) প্রশংসা করা
বিস্তারিত ব্যাখ্যা:
খেউড় হলো এক ধরনের আদিরসাত্মক বা অশ্লীল গান; সাধারণ অর্থে অশ্লীল ভাষায় 'গালিগালাজ করা'কে খেউড় গাওয়া বলা হয়।

Related Questions

ক) খয়ের খাঁ
খ) খোদার খাসি
গ) যক্ষের ধন
ঘ) বসন্তের কোকিল
Note : 'খোদার খাসি' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার কোনো ভাবনা-চিন্তা নেই বা যে নিজের মতো ঘুরে বেড়ায়; অনেকটা বলি দেওয়ার জন্য ছেড়ে দেওয়া খাসির মতো 'ভাবনা চিন্তাহীন'।
ক) দিনমজুর
খ) গণমান্য ব্যক্তি
গ) দীনমজুর
ঘ) তোষামোদকারী
Note : নবাবদের পানের সাথে খয়ের জোগান দেওয়া বা তাদের হ্যাঁ-তে হ্যাঁ মিলানো কর্মচারীদের স্বভাব থেকে 'তোষামোদকারী' বা চাটুকার অর্থে খয়ের খাঁ ব্যবহৃত হয়।
ক) ভীষণ ব্যাপার
খ) ভীষণ গণ্ডগোল
গ) সামান্য ঝড়
ঘ) কোলাহল
Note : প্রলয় মানে মহাধ্বংস; আর খণ্ড প্রলয় মানে ছোট আকারের ধ্বংস বা 'ভীষণ গণ্ডগোল' (ঝগড়া-ঝাটি)।
ক) ব্যতিক্রমী কাজ
খ) অসম্ভব কাজের উদ্যোগ
গ) দুঃসাহসিক অভিযান
ঘ) দেবতাদের মতো কাজ করা
Note : কাঠের খড়ম পায়ে দিয়ে নদী পার হওয়া অসম্ভব; তাই অবাস্তব বা 'অসম্ভব কাজের উদ্যোগ' নেওয়াকে এই বাগধারা দিয়ে বোঝানো হয়।
ক) অকাট্য যুক্তি
খ) মিথ্যা কথা
গ) অনর্গল কথা
ঘ) অন্তরে জটিলতা
Note : তুবড়ি বাজি থেকে যেমন অনবরত স্ফুলিঙ্গ বের হয়; তেমনি যার মুখ থেকে অনবরত কথা বের হতে থাকে তাকে 'অনর্গল কথা' বা কথার তুবড়ি বলা হয়।
ক) অপ্রিয় ব্যক্তি
খ) নির্মম আত্মীয়
গ) অমিতব্যয়ী
ঘ) অকালপক্ক
Note : শ্রীকৃষ্ণের মামা কংস তাকে হত্যা করতে চেয়েছিলেন; তাই যে আত্মীয় নিষ্ঠুর বা ক্ষতিকারক তাকে 'নির্মম আত্মীয়' বা কংস মামা বলা হয়।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন