'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?

ক) লণ্ড-ভণ্ড হওয়া
খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
গ) অন্ধ অনুকরণ
ঘ) কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
গড্ডল বা ভেড়ার পালের সামনে একটা ভেড়া যেদিকে যায় বাকিগুলো অন্ধের মতো সেদিকে যায়; এই আচরণকে 'অন্ধ অনুকরণ' বা গড্ডলিকা প্রবাহ বলা হয়।

Related Questions

ক) গায়ে পড়া
খ) ম্লান করা
গ) উদ্যোগ নেয়া
ঘ) এড়িয়ে চলা
Note : 'গা' মানে শরীর বা আগ্রহ; গা করা মানে কাজে মনোযোগ দেওয়া বা 'উদ্যোগ নেয়া'। (যেমন: সে কাজে গা করছে না)।
ক) আপন মনে বাদশাহী করা
খ) কোন দায়িত্ব গ্রহণ না করা
গ) বোকার মত চলা
ঘ) দাগাবাজি করা
Note : যে ব্যক্তি কোনো কাজের তোয়াক্কা করে না বা কোনো দায়িত্ব নেয় না; শুধু ঘুরে বেড়ায় তাকে 'কোন দায়িত্ব গ্রহণ না করা' বা গায়ে ফু দিয়ে বেড়ানো বলা হয়।
ক) আরামপ্রিয়
খ) নিতান্ত অলস
গ) উদাসীন
ঘ) পরমুখাপেক্ষী
Note : খেজুর মুখে পড়ার অপেক্ষায় যে হাঁ করে থাকে কিন্তু গোঁফে আটকে থাকা খেজুরও হাত দিয়ে মুখে দেয় না; এমন ব্যক্তিকে 'নিতান্ত অলস' বা গোঁফ-খেজুরে বলা হয়।
ক) গণেশ উল্টান
খ) গৌরচন্দ্রিকা
গ) কুশপুত্তলিকা
ঘ) টইটুম্বুর
ক) বাড়ন্ত বোকা
খ) রূপের মোহ
গ) ভূমিকা
ঘ) ফিটফাট
Note : শ্রীচৈতন্যদেবের বা গৌর-এর কীর্তন গাওয়ার আগে যে বন্দনা বা ভূমিকা করা হতো তাকে গৌরচন্দ্রিকা বলে; বর্তমানে যেকোনো বিষয়ের 'ভূমিকা' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) বাতাসে বালি
খ) আশায় নৈরাশ্য
গ) ভালোতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল
Note : গুড় বা মিষ্টি খাবারে বালি পড়লে তা যেমন খাওয়ার অযোগ্য হয়ে যায়; তেমনি কোনো আশা বা পরিকল্পনায় বাধা পড়লে তাকে 'আশায় নৈরাশ্য' বা গুড়ে বালি বলা হয়।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন