পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরে কোন বিরতিচিহ্ন বসবে?

ক) হাইফেন
খ) কমা
গ) ড্যাশ
ঘ) দাড়ি
বিস্তারিত ব্যাখ্যা:
একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ পরপর থাকলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর পর পৃথক করতে কমা বসে।

Related Questions

ক) দাড়ি
খ) সেমিকোলন
গ) কমা
ঘ) কোলন
Note : সম্বোধন পদের পর শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য স্বল্প বিরতি বা কমা ব্যবহৃত হয়।
ক) প্রশ্ন বোঝানোর জন্য
খ) বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
গ) কোনো অপূর্ণ বাক্যের পর
ঘ) সম্বোধন পদের পরে
Note : বাক্যে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেই সম্বোধন পদের পরে কমা বসাতে হয়।
ক) পূর্ণচ্ছেদ
খ) দৃষ্টান্তচ্ছেদ
গ) পাদচ্ছেদ
ঘ) অর্ধচ্ছেদ
Note : কমাকে বাংলায় পাদচ্ছেদ বলা হয় কারণ এটি বাক্যে খুব স্বল্প বিরতি নির্দেশ করে।
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
Note : প্রথাগত বাংলা ব্যাকরণ ও পাঠ্যবই অনুসারে প্রধান বিরাম চিহ্নের সংখ্যা ১২টি ধরা হয়।
ক) বিস্ময়সূচক প্রশ্নবোধক
খ) কমা বিস্ময়সূচক
গ) বিস্ময়সূচক দাড়ি
ঘ) বিস্ময়সূচক বিস্ময়সূচক
Note : হায় এর পর আবেগ বোঝাতে বিস্ময়সূচক চিহ্ন এবং বাক্যের শেষে পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বসবে।
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
Note : বাক্যটি হবে: আমি বললাম ‘তুমি গৃহদাহ পড়িয়াছ কি?’ এখানে কমা ১টি উদ্ধরণ চিহ্ন ১ জোড়া এবং প্রশ্নবোধক চিহ্ন ১টি অর্থাৎ মোট ৩টি পজিশনে চিহ্ন বসবে।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন