শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
ক) সেমিকোলন
খ) বিন্দু
গ) কমা
ঘ) কোলন
বিস্তারিত ব্যাখ্যা:
শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে বিন্দু (.) চিহ্ন ব্যবহৃত হয় যেমন: ডা. বা মি.।
Related Questions
ক) কোলন
খ) ড্যাস
গ) অর্থচ্ছেদ
ঘ) বন্ধনী
Note : হাইফেন ইলেক ও বন্ধনী চিহ্নে থামার প্রয়োজন নেই।
ক) বাক্যের শেষে
খ) শ্রুতিগ্রাহ্য বাক্যের মাঝে
গ) সংলাপে
ঘ) প্রশ্নবোধক বাক্যে
Note : সাধারণত নাটক বা গল্পের সংলাপে বা বক্তার প্রত্যক্ষ উক্তি প্রদর্শনে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়।
ক) উদ্ধরণ চিহ্ন
খ) হাইফেন
গ) সেমিকোলন
ঘ) কোলন
Note : বক্তার কথা হুবহু প্রকাশ করতে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা হয়।
ক) '-চিহ্ন
খ) ()-চিহ্ন
গ) ... চিহ্ন
ঘ) চিহ্ন
Note : কোনো উদ্ধৃতি বা লেখার অংশ বাদ দিলে তা বোঝাতে তিনটি বিন্দু বা ... চিহ্ন ব্যবহৃত হয়।
ক) মিলেক
খ) চিলেক
গ) তিলেক
ঘ) ইলেক
Note : শব্দের বর্ণ বর্জন বা লোপ বোঝাতে উপরে যে কমার মতো চিহ্ন দেওয়া হয় তাকে ইলেক বলে।
ক) এক বলার দ্বিগুণ সময়
খ) এক উচ্চারণে যে সময় লাগে
গ) থামার প্রয়োজন নেই
ঘ) এক সেকেন্ড
Note : ইলেক বা লোপ চিহ্নে থামার কোনো নিয়ম নেই অর্থাৎ বিরতির প্রয়োজন নেই।
জব সলুশন