'মধ্য স্বরাগম' -এর অপর নাম কী?

ক) অসমীকরণ
খ) বিপ্রকর্ষ
গ) বিষমীভবন
ঘ) সমীভবন
বিস্তারিত ব্যাখ্যা:
শব্দের মাঝখানে স্বরধ্বনি আসার ফলে যুক্তবর্ণ ভেঙে যায়। এই প্রক্রিয়াকে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বলা হয়।

Related Questions

ক) অভিশ্রুতি
খ) অন্তস্বরাগম
গ) অপিনিহিতি
ঘ) বিপ্রকর্ষ
Note : স্বরভক্তি প্রক্রিয়ায় যুক্তবর্ণ বিশ্লিষ্ট বা প্রকৃষ্ট রূপে বিভাজিত হয় বলে এর অপর নাম বিপ্রকর্ষ।
ক) স্বরাগম
খ) স্বরভক্তি
গ) স্বরসঙ্গতি
ঘ) অপিনিহিতি
Note : উচ্চারণ সহজ করার জন্য যুক্ত ব্যঞ্জনধ্বনিকে ভেঙে মাঝখানে স্বরধ্বনি স্থাপন করার প্রক্রিয়াকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে।
ক) স্পর্ধা - আস্পর্ধা
খ) মাছুয়া - মেছো
গ) নিবানো - নিভানো
ঘ) ধোবা - ধোপা
Note : স্পর্ধা শব্দের শুরুতে 'আ' স্বরধ্বনি যুক্ত হয়ে 'আস্পর্ধা' হয়েছে। এটি আদি স্বরাগমের উদাহরণ। অন্য অপশনগুলো ধ্বনি পরিবর্তনের ভিন্ন নিয়ম নির্দেশ করে।
ক) স্নেহ > সিনেহ
খ) রত্ন > রতন
গ) স্ত্রী > ইস্ত্রী
ঘ) গ্রাম > গেরাম
Note : স্ত্রী > ইস্ত্রী উদাহরণটিতে শব্দের শুরুতে 'ই' কার যুক্ত হয়েছে যা আদি স্বরাগম। বাকি উদাহরণগুলো (সিনেহ রতন গেরাম) মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ।
ক) আদি স্বরাগম
খ) বিপ্রকর্ষ
গ) পরাগত
ঘ) অপিনিহিতি
Note : উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে 'ই' স্বরধ্বনি যুক্ত হয়েছে (স্কুল > ইস্কুল)। শব্দের আদিতে স্বরধ্বনি আসলে তাকে আদি স্বরাগম বলে।
ক) ধ্বনিসংযুক্তি
খ) স্বরভক্তি
গ) আদি স্বরাগম
ঘ) বিপ্রকর্ষ
Note : ভাষাবিজ্ঞানে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমনকে Prothesis বলা হয়। এর বাংলা পারিভাষিক শব্দ হলো আদি স্বরাগম।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন