অনুবাদ কোনটির সহায়ক?

ক) ভাষার উন্নতি
খ) জ্ঞান চর্চার
গ) ভাষার শৃঙ্খলার
ঘ) কাব্য রচনার
বিস্তারিত ব্যাখ্যা:
বিশ্বের বিভিন্ন ভাষার সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে জানার জন্য অনুবাদ অপরিহার্য মাধ্যম তাই এটি জ্ঞান চর্চার অন্যতম প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হয়।

Related Questions

ক) অনুসরণ
খ) ভাষান্তর
গ) ভাষান্তরকরণ
ঘ) সমার্থককরণ
Note : অনুবাদ বলতে বোঝায় এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর বা ভাষান্তরকরণ যা মূল বক্তব্যের ভাব অক্ষুণ্ন রেখে করা হয়।
ক) চুক্তিপত্র
খ) বায়নানামা
গ) বাণিজ্যিকপত্র
ঘ) দলিলপত্র
Note : জমিজমা বা বৈষয়িক নানা বিষয়ে সরকারি স্ট্যাম্প বা কাগজে আইনানুগভাবে যে চুক্তি বা শর্তাবলি লেখা হয় এবং যা আদালতে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলা হয়।
ক) আমন্ত্রণপত্র
খ) নিমন্ত্রণপত্র
গ) মানপত্র
ঘ) অভিনন্দনপত্র
Note : কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া ও আপ্যায়নের (খাওয়াদাওয়া) জন্য অনুরোধ জানিয়ে যে পত্র দেওয়া হয় তাকে নির্দিষ্টভাবে নিমন্ত্রণপত্র বলা হয়।
ক) ব্যক্তিগত পত্রে
খ) সামাজিক পত্রে
গ) মানপত্রে
ঘ) বাণিজ্যিক পত্রে
Note : বাণিজ্যিক বা ব্যবসায়িক পত্রে সময়ের গুরুত্ব অনেক বেশি তাই ভূমিকা না করে বিষয়ের স্পষ্ট উল্লেখ বা বিষয়বস্তু সরাসরি উপস্থাপন করা জরুরি।
ক) মানপত্র
খ) নিমন্ত্রণপত্র
গ) স্মারকপত্র
ঘ) আবেদনপত্র
Note : বিশিষ্ট কোনো ব্যক্তিকে জনসমক্ষে সম্মান প্রদর্শন বা সংবর্ধনা জানানোর জন্য যে প্রশস্তিযুক্ত ও সুসজ্জিত পত্র পাঠ করা হয় তাকে মানপত্র বলে।
ক) বিজ্ঞপ্তি
খ) অভিযোগপত্র
গ) চুক্তিপত্র
ঘ) প্রতিবেদন
Note : নিখোঁজ সংবাদ বা হারানো সংবাদ সাধারণত সর্বসাধারণের অবগতির জন্য প্রচার করা হয় বলে এটি ব্যক্তিগত চিঠি নয় বরং বিজ্ঞপ্তি শ্রেণির অন্তর্ভুক্ত।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন