প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারনে পরবর্তী মাসে বেতন ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
ধরি,
আরমানের বেতন ছিল = ১০০ টাকা
১০% বেতন বৃদ্ধিতে
বেতন হবে = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০
= ১০০ + ১০
= ১১০
আবার, ১০% বেতন হ্রাসে
= ১১০ - ১১০ এর ১০%
= ১১০ - ১১০ এর ১০/১০০
= ১১০ - ১১
= ৯৯
শতকরা বেতন কমলো = ১০০ - ৯৯ = ১%
Related Questions
জিনিশের মূল্য ১০০% ধরা হলে,
৪০% লাভে বিক্রয় - মূল্য = (১০০ + ৪০)% = ১৪০%
তাহলে, বর্তমান মূল্যের ১০% কমে বিক্রয়মূল্য = { ১৪০ - (১৪০*১০)/১০০}%
= (১৪০ - ১৪)%
= ১২৬%
সুতরাং,
এখন তাঁর শতকরা লাভ = (১২৬ - ১০০)% = ২৬%
ধরি, পূর্বে শেয়ারের দাম ছিল = ১০০ টাকা
২০% কমার পরে হ্রাসকৃত দাম = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
আবার ৩০% বাড়ার পরে দাম (৮০ + ৮০×(৩০/১০০) টাকা
= ১০৪ টাকা
∴ বৃদ্ধির হার = (১০৪ - ১০০)% = ৪%
জব সলুশন