'জানুয়ারি' বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?

ক) তৎসম
খ) অ-তৎসম
গ) সংস্কৃত
ঘ) তদ্ভব
বিস্তারিত ব্যাখ্যা:
জানুয়ারি একটি বিদেশি শব্দ যা অতৎসম শ্রেণীর অন্তর্ভুক্ত। নিয়ম অনুযায়ী অতৎসম বা বিদেশি শব্দে দীর্ঘ ঈ-কার না হয়ে হ্রস্ব ই-কার ব্যবহৃত হয়।

Related Questions

ক) ই-কার
খ) ঈ-কার
গ) উ-কার
ঘ) এ-কার
Note : বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী সকল ভাষা ও জাতির নামের শেষে হ্রস্ব ই-কার ব্যবহৃত হয়; যেমন- বাঙালি; ইংরেজি; জাপানি ইত্যাদি।
ক) বাংলাদেশ সরকার
খ) এশিয়াটিক সোসাইটি
গ) বাংলা একাডেমি
ঘ) শিল্পকলা একাডেমি
Note : বাংলাদেশে বাংলা ভাষার গবেষণা ও মান নিয়ন্ত্রণে বাংলা একাডেমি সর্বোচ্চ প্রতিষ্ঠান; তাই তারাই প্রমিত বাংলা বানানের নিয়ম চালু ও নিয়ন্ত্রণ করে।
ক) 1993
খ) 1994
গ) 1995
ঘ) 1996
Note : বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম চূড়ান্তভাবে ১৯৯৪ সালে প্রকাশ করে; যা বর্তমানে বাংলা বানানের সর্বজনগ্রাহ্য মানদণ্ড হিসেবে বিবেচিত।
ক) ১৯৩৫ সালে
খ) ১৯৩৬ সালে
গ) ১৯৩৭ সালে
ঘ) ১৯৩৯ সালে
Note : ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম চূড়ান্ত করে প্রকাশিত করে; যার নেতৃত্বে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট সাহিত্যিকগণ।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন