Solar PV কী ধরনের বিদ্যুৎ উৎপন্ন করে?
ক) DC
খ) AC
গ) উভয়ই-ক ও খ
ঘ) কোনোটিই নয়
বিস্তারিত ব্যাখ্যা:
সোলার প্যানেল বা ফটোভোল্টেইক (PV) সেল সূর্যের আলোকে সরাসরি ডিসি (Direct Current) বিদ্যুতে রূপান্তরিত করে।
Related Questions
ক) 1/2w
খ) 1w
গ) 2w
ঘ) 4w
Note : ক্ষমতা P = V²/R সূত্র অনুযায়ী; P = (10)² / 100 = 100 / 100 = 1 Watt।
ক) tesla
খ) weber
গ) lux
ঘ) henry
Note : চৌম্বক ফ্লাক্স ঘনত্বের (Magnetic Flux Density) এসআই একক হলো টেসলা (Tesla); সংক্ষেপে T।
ক) Conductor
খ) Insulator
গ) Semiconductor
ঘ) Good conductor
Note : সিলিকন (Si) হলো একটি অর্ধপরিবাহী বা Semiconductor; যা চিপ এবং ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়।
ক) 0.1A
খ) 0.01A
গ) 10A
ঘ) 1000A
Note : ওহমের সূত্র I = V/R ব্যবহার করে পাই; I = 10 / 1000 = 0.01 Ampere।
ক) তামা
খ) রুপা
গ) সোনা
ঘ) কার্বন
Note : ধাতুগুলোর মধ্যে রুপা বা সিলভারের বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি; যদিও দামি হওয়ার কারণে এর ব্যবহার সীমিত। এরপরের অবস্থান তামার।
ক) ইনফিনিটি
খ) শূন্য
গ) 50Hz
ঘ) কোনোটিই নয়
Note : ডাইরেক্ট কারেন্ট বা ডিসি প্রবাহের দিক সময়ের সাথে পরিবর্তিত হয় না; তাই এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি শূন্য (0 Hz)।
জব সলুশন