ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?
ক) 235U
খ) 234U
গ) 238U
ঘ) সবগুলোই
বিস্তারিত ব্যাখ্যা:
প্রকৃতিতে প্রাপ্ত ইউরেনিয়ামের প্রধান তিনটি আইসোটোপ হলো U-238 (সবচেয়ে বেশি); U-235 (পারমাণবিক জ্বালানি) এবং U-234; তাই সবকটিই সঠিক।
Related Questions
ক) 3.5 জুল
খ) 4.5 জুল
গ) 4.00 জুল
ঘ) 4.2 জুল
Note : তাপের যান্ত্রিক সমতা অনুযায়ী ১ ক্যালরি তাপশক্তি প্রায় ৪.১৮ জুল বা ৪.২ জুলের সমান।
ক) J/Kg
খ) Pa-5
গ) J/Kg-K
ঘ) উপরের সবগুলো
Note : একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে; এর এসআই একক J/kg·K।
ক) 13.6
খ) 0.8
গ) 1.2
ঘ) 65
Note : পারদ সাধারণ অবস্থায় একটি ভারী তরল ধাতু; যার আপেক্ষিক গুরুত্ব ১৩.৬। অর্থাৎ এটি সমপরিমাণ পানির চেয়ে ১৩.৬ গুণ ভারী।
ক) 4°C
খ) 10°C
গ) 50°C
ঘ) 100°C
Note : পানির একটি ব্যতিক্রমী ধর্ম হলো ৪ ডিগ্রি সেলসিয়াস (4°C) তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং আয়তন সবচেয়ে কম হয়।
ক) 90
খ) 100
গ) 110
ঘ) 120
Note : সিএনজি বা সংকুচিত প্রাকৃতিক গ্যাসের অক্টেন রেটিং পেট্রোলের তুলনায় অনেক বেশি; যা সাধারণত ১২০ বা তার আশেপাশে থাকে।
ক) যন্ত্রাংশের মধ্যে ঘর্ষণ কমানো
খ) কম্পন উৎপন্ন হওয়া হ্রাস করা
গ) ক্ষয়রোধ করা
ঘ) উপরের সবগুলো
Note : লুব্রিকেটিং অয়েল বা পিচ্ছিলকারক পদার্থ ইঞ্জিনের যন্ত্রাংশের ঘর্ষণ কমায়; তাপ অপসারণ করে এবং ক্ষয় ও কম্পন রোধ করতে সাহায্য করে।
জব সলুশন