নিচের কোনটি মৌলিক শব্দ?
ক) ছুটি
খ) কাব্য
গ) দ্বীপ
ঘ) মেঘ
বিস্তারিত ব্যাখ্যা:
- যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন: ছুটি, গোলাপ, নাক, লাল, তিন, গাছ, পাখি, ফুল, হাত ইত্যাদি।
অন্যদিকে,
- দ্বীপ (দ্বী+অপ্+অ), কাব্য (√কব্+য) ও মেঘ (√মিহ্+অ) হলো সাধিত শব্দ।
Related Questions
ক) World Bank
খ) IMF
গ) Asian Development Bank
ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
Note :
বাংলাদেশী Alternative Executive Director এর পদে অধিষ্ঠিত আছেন World Bank.
বাংলাদেশী Alternative Executive Director - পদে world bank এবং Asian Development Bank দুটিই অধিষ্ঠিত আছে।
A এবং C সঠিক
ক) পিস্টন
খ) কার্বুরেটর
গ) স্পার্ক প্লাগ
ঘ) ক্যামশ্যাফট
Note : পেট্রোল ইঞ্জিনে ইগনিশন বা দহন শুরু করার জন্য 'স্পার্ক প্লাগ' ব্যবহার করা হয়; যা সিলিন্ডারের ভেতরে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি করে।
ক) স্লাইড রেঞ্জ
খ) টর্ক রেঞ্জ
গ) রিং রেঞ্জ
ঘ) হুইল রেঞ্জ
Note : ইঞ্জিনের নাট-বোল্টগুলো প্রস্তুতকারকের নির্দেশিত নির্দিষ্ট চাপে বা টর্কে টাইট দেওয়ার জন্য 'টর্ক রেঞ্জ' (Torque Wrench) নামক বিশেষ টুল ব্যবহার করা হয়।
ক) ওয়ার্ম গিয়ার
খ) অ্যাক্সেল
গ) সামনের স্প্রিং
ঘ) স্টিয়ারিং নাকল এর কব্জা
Note : ইলেকট্রিক্যাল পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে স্টিয়ারিং কলামের ঘূর্ণন গতিকে চাকার দিকে স্থানান্তর করতে ওয়ার্ম গিয়ার বা বিশেষ গিয়ার মেকানিজম ব্যবহৃত হয়।
ক) -273°C
খ) 273°C
গ) 237°C
ঘ) -237°C
Note : পরম শূন্য তাপমাত্রা (Absolute Zero) হলো সেই তাত্ত্বিক তাপমাত্রা যেখানে পদার্থের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়ে যায়; সেলসিয়াস স্কেলে এর মান -২৭৩.১৫°C।
ক) প্রাকৃতিক শক্তি → যান্ত্রিক শক্তি → বিদ্যুৎ শক্তি
খ) যান্ত্রিক শক্তি → বিদ্যুৎ শক্তি
গ) যান্ত্রিক শক্তি → বিদ্যুৎ শক্তি প্রাকৃতিক শক্তি
ঘ) বিদ্যুৎ শক্তি → প্রাকৃতিক শক্তি → যান্ত্রিক শক্তি
Note : বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সাধারণত প্রাকৃতিক শক্তি (যেমন পানি; গ্যাস বা কয়লার তাপ) ব্যবহার করে টারবাইন ঘোরানো হয় (যান্ত্রিক শক্তি) এবং তা থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়।
জব সলুশন