ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে-
ক) ১৯৭৫ সালে
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৬ সালে
বিস্তারিত ব্যাখ্যা:
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে।
Related Questions
ক) (3,0)
খ) (2,3)
গ) (6,0)
ঘ) (0,3)
Note : সমীকরণ সমাধান: 2x+y=6 এবং x-y=3। যোগ করলে 3x=9 বা x=3। x এর মান বসালে y=0 পাওয়া যায়।
ক) অসংখ্য
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
Note : বৃত্তের বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের ওপর সর্বোচ্চ দুটি স্পর্শক আঁকা সম্ভব।
ক) 3/4
খ) 3/5
গ) 4/3
ঘ) 4/5
Note :
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব ৪ ও অতিভুজ ৫ হলে ভূমি ৩ হবে। tan θ = লম্ব/ভূমি = ৪/৩।
ক) প্রমথ চৌধুরী
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের 'কমেডি অফ এররস' অবলম্বনে 'ভ্রান্তিবিলাস' রচনা করেন।
ক) come across
খ) come out
গ) come about
ঘ) come up
Note : Come across অর্থ হলো হঠাৎ দেখা পাওয়া বা happen to meet।
ক) খেতে বসা
খ) সাধু সাজা
গ) শুরু করা
ঘ) ভন্ডামী করা
Note : সাধু সাজা' (দায়িত্ব অস্বীকার করে নির্দোষ সাজার ভান করা অর্থে) উত্তর হিসেবে ধরা হয়েছে।
জব সলুশন