সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম ---
মেঘনা বাংলাদেশের বৃহত্তম তথা দীর্ঘতম, গভীরতম নদী। সুরমা নদী আজমিরীগঞ্জের ভাটি থেকে কোন কোন ক্ষেত্রে মেঘনা নামে পরিচিত। সুরমা মেঘনা নদী প্রবাহ মদনা নামক স্থানের পড়ে প্রায় ২৬ কিমি ভাটিতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এর কাছে ধলেশ্বরীর নাম ধারণ করে। নদীর নামকরণ মেঘনা নামের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য একটি কিঞ্চিৎ বিভ্রান্তকর। এর অসুবিধা দূর করার জন্য আজমিরীগঞ্জের ভাটিতে প্রবাহ সেখানে ধনু এবং ঘোড়া ওরা নদীর মিলিত স্রোত এর সঙ্গে মিশেছে। সে পর্যন্ত নদীটির নাম সুরমা হিসেবে চিহ্নিত করা হয়। এ স্থানটি কুলিয়ারচরের পূর্বদিকে অবস্থিত। এই সঙ্গমস্থল এরপর থেকেই নদীটি মেঘনা নামে পরিচিত।
Related Questions
-বরেন্দ্রভূমি হল বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি সমতলভূমি। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত এবং মোট আয়তন প্রায় ২৫,০০০ বর্গকিলোমিটার। বরেন্দ্রভূমি বাংলাদেশের প্রধান কৃষি অঞ্চল এবং এটি ধান, পাট, গম, আলু, ভুট্টা, সয়াবিন, তিল, সর্ষের মতো বিভিন্ন ফসলের জন্য বিখ্যাত। এছাড়াও, বরেন্দ্রভূমিতে প্রচুর পরিমাণে গ্যাস ও তেলক্ষেত্র রয়েছে।
-বরেন্দ্রভূমির নামকরণ করা হয়েছে প্রাচীন বরেন্দ্র রাজ্যের নামানুসারে। বরেন্দ্র রাজ্য ছিল বাংলার একটি প্রাচীন রাজ্য যা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় ৭ম শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। বরেন্দ্র রাজ্যের রাজধানী ছিল পাহাড়পুর।
-বরেন্দ্রভূমি বাংলাদেশের একটি সমৃদ্ধ অঞ্চল। এটি বাংলাদেশের প্রধান কৃষি অঞ্চল এবং এটি প্রচুর পরিমাণে গ্যাস ও তেলক্ষেত্র রয়েছে। বরেন্দ্রভূমি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Correct Spelling হচ্ছে Achievement যার অর্থ অর্জন, কৃতিত্ব।
'Nip in the bud' idioms এর অর্থ হলো কোনো কিছুকে শুরুতেই বিনাশ করা বা অঙ্কুরেই বিনষ্ট করা. সেই হিসেবে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে, 'Destroy at the very beginning' সঠিক অর্থ প্রকাশ করে।
Tooth and nails - পুরোপুরি, সম্পূর্ণ রূপে;
Completely - সম্পূর্ণ রূপে;
Beautiful - সুন্দর;
Incompletely - অসম্পূর্ণভাবে;
Precise - যথাযথ ।
Will → would (Indirect speech-এ Future → Present conditional)
Yes/No প্রশ্ন হওয়ায় if বা whether ব্যবহৃত হয়
Said to প্রশ্নে asked হয়ে যায়
To him → him হয়
তাই সঠিক Indirect speech হলো:
I asked him if he would follow me.
জব সলুশন