'ড্রাই আইস' হলো ----

ক) কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
খ) কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড
গ) শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ
ঘ) কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড
বিস্তারিত ব্যাখ্যা:

ড্রাই আইস হল কঠিন কার্বন - ডাই - অক্সাইড পচনশীল পদার্থ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। ড্রাই আইস বিষাক্ত বা ক্ষয়িষ্ণু নয় এবং কোন অবশেষ না রেখে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় উর্ধ্বপাতিত হয়।

Related Questions

ক) জিপসাম
খ) চুনাপাথর
গ) সাজিমাটি
ঘ) বালি
Note :

কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা। আজকের দিনে আমাদের যে কাঁচ তৈরি পদ্ধতি রয়েছে, তাতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলি হল কোয়ার্টজ(সিলিকা), সোডা, এবং চুন। যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়। ঢাকার আশে পাশে ২ - ৩ টি (ফ্লোট/শীট)  গ্লাস কোম্পানি আছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত 'নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (NGIL)' বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ ফ্লোট এন্ড শীট গ্লাস কোম্পানি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এই কোম্পানি বিদেশেও উন্নতমানের ফ্লোট, শীট ও কালার গ্লাস বিদেশে রপ্তানি করছে।

ক) পরভোজী
খ) স্বভোজী
গ) পরাশ্রয়ী
ঘ) মৃতজীবী
Note :

শৈবাল হল স্বভোজী উদ্ভিদ। শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার তৈরি করে। তারা সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে শর্করা তৈরি করে।

পরভোজী উদ্ভিদ হল এমন উদ্ভিদ যা অন্য উদ্ভিদ বা প্রাণীদের খায়। মৃতভোজী উদ্ভিদ হল এমন উদ্ভিদ যা মৃত প্রাণীদের খায়। পরাশ্রয়ী উদ্ভিদ হল এমন উদ্ভিদ যা অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে।

সুতরাং, উত্তর হল স্বভোজী

ক) বায়ু একটি যৌগিক পদার্থ
খ) বায়ু একটি মৌলিক পদার্থ
গ) বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ) বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়
Note :

প্রধান দুটি উপাদান অক্সিজেন ও নাইট্রোজেন ছাড়াও বায়ুতে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প ও অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস থাকে। মিশ্র পদার্থের বিভিন্ন উপাদানের অনুপাত সর্বত্র সমান হয় না। বায়ুতে তার উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। জলাভূমির বায়ুতে কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস বেশি থাকে। আবার উপরের বায়ুতে নিচের বায়ু অপেক্ষা অক্সিজেন কম থাকে। অতএব বায়ু একটি মিশ্র পদার্থ।

ক) ১ জানুয়ারি, ১৯৯২
খ) ১ জানুয়ারি, ১৯৯৩
গ) ১ জানুয়ারি, ১৯৯১
ঘ) ১ জানুয়ারি, ১৯৯০
Note :

প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয়, ১৯৯০।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভাবে ৬৮ টির উপজেলায় চালু হয় ১ জানুয়ারী, ১৯৯২।

 

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশব্যাপী সম্প্রসারিত হয় ১ জানুয়ারী, ১৯৯৩।

ক) ঢাকায়
খ) নয়াদিল্লিতে
গ) কলম্বোতে
ঘ) কাঠমান্ডুতে
Note :

সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয় .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।

ক) ১৯৭৭ সালে
খ) ১৯৭৮ সালে
গ) ১৯৭৯ সালে
ঘ) ১৯৮০ সালে
Note :

পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে অনুমোদিত হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধনী করা হয় এবং এতে ১৮ অনুচ্ছেদে নামে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়।

জব সলুশন

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন