শিষ্টাচার' --এর সমার্থক শব্দ কোনটি?
শিষ্টাচার শব্দটির সমার্থক শব্দ : সদাচার, আদব, ভদ্রতা, আদব কায়দা। ।
Related Questions
”যে উপকারীর উপকার স্বীকার করে” - এক কথায় কৃতজ্ঞ বলা হয়।
যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে অকৃতজ্ঞ বলে। যে উপকারীর অপকার করে তাকে কৃতঘ্ন বলে।
পালের গোদা (দলের চাঁই, সর্দার): পুলিশ পালের গোঁদোকে কোর্টে চালান দিয়েছে।
সঠিক বানান: মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ - মরুভূমির কোন স্থানকে জল বলিয়া ভ্রম, মৃগতৃষ্ণিকা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়। যেমন:
অধঃ + গতি = অধোগতি।
”ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ ষট + দশ।
ষট্ + দশ = ষোড়শ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেসব সন্ধি নিয়ম সিদ্ধ নয় সেগুলোই নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন : পর + পর = পরস্পর, বন + পতি = বনস্পতি ইত্যাদি।
জব সলুশন