The tree has been blown ‒ by the strong wind.
Blow away অর্থ - এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে) । Blow up অর্থ - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা; Blow off অর্থ - অবস্থান সরানো (বাতাসে), Blow out - অর্থ আগুন নেভানো । সুতরাং অর্থানুসারে সঠিক উত্তর (খ)।
Related Questions
exactly - নির্ভুলভাবে, সঠিকভাবে। usually - সচরাচর, সাধারণত। truly - যথাযথভাবে , সত্যিকারভাবে। literally - আক্ষরিক অর্থে, মোটামুটি । যেহেতু কত লোক অলিম্পিক প্রত্যক্ষ করেছে তার নির্ভুল সংখ্যা নির্ণয় অসম্ভব তাই (ক) এবং (গ) - কে বাদ দেয়া যায়। আর usually দ্বারা repeated present বুঝায় বলে তা past tense - এ ব্যবহার না করাই শ্রেয়। সুতরাং মোটের উপর বিলিয়ন বিলিয়ন লোক দেখেছে - এ অর্থে (ঘ) সঠিক।
While দ্বারা কোনো Sentence বা Clause শুরু হলে While এর পরেই subject থাকলে Verb এর Past Continuous হয়। তাই গ-ই ঠিক।
Infinitive যুক্ত বাক্যকে passive করতে হলে infinitive হবে to be/ to have been + v.p.p । সুতরাং (গ) সঠিক।
Submissive (বাধ্য) এর বিপরীত disobedient (অবাধ্য)। observe (মেনে চলা) এর বিপরীত defy (অমান্য করা)।
জব সলুশন